সোশ্যাল মিডিয়ায় নানা দাবি বিশ্বাস করেন বসেন অনেকে। যার জেরে ভুগতে হয় তার পরিণতি। সম্প্রতি এমনই এক দাবি শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। আজ নাকি বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইন্টারনেট! নানা পোস্ট হচ্ছে সেই নিয়ে। এই ভাইরাল দাবির রহস্য কী? আদৌ কি সত্যি? আসলে এই গুজবটি দ্য সিম্পসনসের একটি পর্বের সঙ্গে মেলানো হয়েছে। যেখানে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে, ১৬ জানুয়ারি ইতিহাসে “ইন্টারনেট ব্ল্যাকআউট দিবস” নামে পরিচিত।
এই দাবি অনুসারে, ভারত-সহ গোটা বিশ্বে অচল হবে ইন্টারনেট। কিন্তু এই দাবি যে সম্পূর্ণ মিথ্যে, তা আপনি সকালে ফেসবুক, ইন্সটাগ্রাম বা হোয়াটসঅ্যাপ খুলেই বুঝতে পেরেছেন। কিন্তু, কী কারণে এমন দাবি বা গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়? আর কেনই বা মানুষ তাতে সাড়া দেওয়ায় সেটি ভাইরাল পর্যন্ত হয়ে গিয়েছে।
ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার এই তত্ত্বটি যে সম্পূর্ণ মিথ্যে তা বলার অপেক্ষা রাখে না। অনলাইন মাধ্যমগুলিতে দাবি করা হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প ১৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, তাই নাকি ইন্টারনেট বন্ধ থাকবে। বাস্তবে, তিনি ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন। এই ধারণাকে কেন্দ্র করেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধীপন্থী একদল এই গুজব ছড়িয়েছেন বলে মনে করছেন কেউ কেউ। আদতে এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তাই এই প্রকার ভিত্তিহীন গুজব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োগুলিতে ইন্টারনেট বন্ধের বিষয়ে যা বলা হচ্ছে, তার পিছনে কোনও সত্যতা নেই। তাই অযথা এই গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত-সহ বিশ্বের যেসব দেশে ইন্টারনেট উপলব্ধ সেখানে স্বাভাবিক অবস্থাতেই কাজ করছে সবকিছু।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.