কম দামে দুর্দান্ত ক্যামেরার সেরা স্মার্টফোন কিনতে চাইলে Vivo T3 Ultra 5G বেছে নিতে পারেন। এই ডিভাইসটি সম্প্রতি বাজারে এসেছে। তবে এরই মধ্যে এখন কম দামে ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে। ফ্লিপকার্টে চলমান ওএমজি গ্যাজেটস সেল সেলে এটি সর্বোচ্চ ৩,৪০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। তবে মনে রাখবেন যে ফ্লিপকার্ট সেলটি আজই শেষ হবে। আসুন এর সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Vivo T3 Ultra 5G ফোনের সাথে লোভনীয় অফার
ভিভো টি৩ আল্ট্রা ৫জি এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ১৬ শতাংশ ডিসকাউন্টে ২৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা।
ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে ডিভাইসটি যেকোনো ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ২,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হবে। এরপর এর সমস্ত ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৭,৯৯৯ টাকা, ২৯,৯৯৯ টাকা এবং ৩২,৯৯৯ টাকা হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৩,৪০০ টাকা ডিসকাউন্ট। ভিভো টি৩ আল্ট্রা ৫জি এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে
Vivo T3 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো টি৩ আল্ট্রা ৫জি স্মার্টফোনে ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে LPDDR4X র্যাম এবং ইউএফএস 3.1 স্টোরেজ যুক্ত আছে। ফটোগ্রাফির জন্য, এতে সনি আইএমএক্স৯২১ সেন্সর এবং জেডইআইএসএস অপটিক্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। স্টেরিও স্পিকার সহ আসা এই হ্যান্ডসেটে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।