Vivo V60e 5G ফোনে থাকবে এই বিশেষ Mediatek Dimensity প্রসেসর সহ 6500mAh ব্যাটারি, দাম ও ছবি ফাঁস

গত এপ্রিলে ভারতীয় বাজারে আসা Vivo V50e স্মার্টফোনের উত্তরসূরী Vivo V60e 5G খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও নতুন V সিরিজের এই ফোনটির সঠিক লঞ্চের তারিখ এখনও কোম্পানি ঘোষণা করেনি, তবে ইতিমধ্যেই এই স্মার্টফোনটির রেন্ডার, দাম এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। আজ আবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, Vivo V60e 5G ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট দ্বারা চলবে। এতে থাকবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া হ্যান্ডসেটটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে আসবে।

Vivo V60e 5G এর ডিজাইন (সম্ভাব্য)

৯১মোবাইলস হিন্দির সাম্প্রতিক প্রতিবেদনে Vivo V60e 5G ফোনের সম্ভাব্য দাম, রেন্ডার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ফাঁস হওয়া ছবিগুলি থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটি ডিজাইনের দিক থেকে অনেকটাই Vivo V60 এর মতো। এর ওপরের ডান কোণে ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। আর ফোনটির ক্যামেরা আইল্যান্ডের পাশে এলইডি রিং লাইট দেওয়া হবে। ভিভোর ব্র্যান্ডিংটি ব্যাক প্যানেলের নীচে উল্লম্বভাবে অবস্থান করবে।

ভারতে Vivo V60e 5G ফোনের দাম (প্রত্যাশিত)

এদেশে Vivo V60E 5G হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৮,৯৯৯ টাকা থেকে শুরু হবে বলে জানা গেছে। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩০,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকা রাখা হতে পারে। ডিভাইসটি এলিট পার্পল এবং নোবেল গোল্ড এর মতো কালার অপশনে পাওয়া যাবে।

Vivo V60e 5G হ্যান্ডসেটের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, Vivo V60e 5G মডেলে ব্যবহার করা হবে Vivo V50e এর একই চিপ, অর্থাৎ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে আইপি৬৮ + আইপি৬৯ রেটেড বিল্ড থাকতে পারে। এর ডিসপ্লেতে ডায়মন্ড শিল্ড গ্লাসের সুরক্ষা মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V60e 5G হ্যান্ডসেটে বড় ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এতে তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।