মুখ্য সংবাদ

ভিভোর নতুন ফোনে থাকবে সেরা ফটোগ্রাফি সহ দুর্দান্ত ফিচার, সামনে এল ছবি

Published on:

Vivo X200 ultra leaked renders show off design and specification 6000mah battery Snapdragon 8 Elite soc

গত কয়েক মাস ধরে Vivo X200 Ultra সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার ভিভো X100 আল্ট্রার উত্তরসূরি হিসেবে আসতে চলা ভিভোর এই ডিভাইসের রেন্ডার ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। Vivo X200 Ultra স্মার্টফোনে 6.82-ইঞ্চি 2K রেজোলিউশন ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 90W ওয়্যার্ড এবং 60W ওয়্যারলেস সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি থাকতে পারে।

Vivo X200 Ultra ফোনের ডিজাইন ফাঁস

টিপস্টার জনি ম্যানুয়েল (@JohnnyManuel_89) এক্স-এ ভিভো X200 আল্ট্রার ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী এর পিছনে বড় গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। ক্যামেরা সেটআপে থাকবে জেইস লোগো এবং এলইডি ফ্ল্যাশ। দেখে মনে হচ্ছে এতে টেক্সচারযুক্ত ফিনিস থাকবে। সামনের দিকে ডিসপ্লের মাঝখানে পাওয়া যাবে পাঞ্চ হোল কাটআউট, যার মধ্যে সেলফি ক্যামেরা লাগানো থাকবে এবং ডিসপ্লের চারপাশের বেজেলগুলো বেশ পাতলা হবে।

WhatsApp Community Join Now

Vivo X200 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার (প্রত্যাশিত)

ভিভো X200 আল্ট্রা ডিভাইসে 6.82-ইঞ্চি 2K OLED ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে চলবে। এর সাথে 24 জিবি LPDDR5X র‌্যাম এবং 2 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো X200 আল্ট্রা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি হতে পারে 50-মেগাপিক্সেল Sony LYT818 প্রাইমারি সেন্সর, 85 মিমি ফোকাল দৈর্ঘ্যের 200-মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50-মেগাপিক্সেল LYT818 70mm ম্যাক্রো টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এতে থাকতে পারে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ভিভো X200 আল্ট্রা IP68/IP69 রেটেড বিল্ডের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এতে এনএফসি, আইআর ব্লাস্টার, ব্লুটুথ 5.4 এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। ভিভোর এই ডিভাইসে 90W ওয়্যার্ড এবং 60W ওয়্যারলেস চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

আগামী এপ্রিলে ভিভো X200 আল্ট্রা লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছর মে মাসে লঞ্চ হয়েছিল ভিভো X100 আল্ট্রা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন