গত কয়েক মাস ধরে Vivo X200 Ultra সংক্রান্ত বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ব্যবহার করা হবে। আজ আবার ভিভো X100 আল্ট্রার উত্তরসূরি হিসেবে আসতে চলা ভিভোর এই ডিভাইসের রেন্ডার ও স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। Vivo X200 Ultra স্মার্টফোনে 6.82-ইঞ্চি 2K রেজোলিউশন ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এতে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 90W ওয়্যার্ড এবং 60W ওয়্যারলেস সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি থাকতে পারে।
টিপস্টার জনি ম্যানুয়েল (@JohnnyManuel_89) এক্স-এ ভিভো X200 আল্ট্রার ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী এর পিছনে বড় গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। ক্যামেরা সেটআপে থাকবে জেইস লোগো এবং এলইডি ফ্ল্যাশ। দেখে মনে হচ্ছে এতে টেক্সচারযুক্ত ফিনিস থাকবে। সামনের দিকে ডিসপ্লের মাঝখানে পাওয়া যাবে পাঞ্চ হোল কাটআউট, যার মধ্যে সেলফি ক্যামেরা লাগানো থাকবে এবং ডিসপ্লের চারপাশের বেজেলগুলো বেশ পাতলা হবে।
ভিভো X200 আল্ট্রা ডিভাইসে 6.82-ইঞ্চি 2K OLED ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে চলবে। এর সাথে 24 জিবি LPDDR5X র্যাম এবং 2 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো X200 আল্ট্রা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরাগুলি হতে পারে 50-মেগাপিক্সেল Sony LYT818 প্রাইমারি সেন্সর, 85 মিমি ফোকাল দৈর্ঘ্যের 200-মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50-মেগাপিক্সেল LYT818 70mm ম্যাক্রো টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এতে থাকতে পারে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ভিভো X200 আল্ট্রা IP68/IP69 রেটেড বিল্ডের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এতে এনএফসি, আইআর ব্লাস্টার, ব্লুটুথ 5.4 এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। ভিভোর এই ডিভাইসে 90W ওয়্যার্ড এবং 60W ওয়্যারলেস চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
আগামী এপ্রিলে ভিভো X200 আল্ট্রা লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত বছর মে মাসে লঞ্চ হয়েছিল ভিভো X100 আল্ট্রা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.