Vivo এই মুহূর্তে নতুন দুটি ওয়াই-সিরিজের ফোনের উপর কাজ করছে। আজ এই ডিভাইস দুটিকে গুগল প্লে কনসোলের ‘সাপোর্টেড ডিভাইস লিস্ট’-এ দেখা গেছে। জানা গেছে এই মডেল দুটি Vivo Y50i এবং Vivo Y50c নামে বাজারে আসবে। এখান থেকে, স্মার্টফোন দুটির মডেল নম্বরও সামনে এসেছে। এরপর স্পষ্ট হয়ে গেছে যে, এগুলি ইতিমধ্যেই বাজারে আসা ভিভো স্মার্টফোনের রিব্র্যান্ড ভার্সন হবে। আসুন Vivo Y50i ও Vivo Y50c সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
গুগল প্লে কনসোলের সাপোর্টেড ডিভাইস লিস্টে Vivo Y50i ডিভাইসটিকে ‘V2443A’ মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। আর Vivo Y50c-এর মডেল নম্বর হল ‘V2443BA’। আর এখানেই রয়েছে টুইস্ট। কারণ প্রায় একই মডেল নম্বর সহ চলতি বছরের জুলাই মাসে চীনে লঞ্চ হয়েছে Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোন দুটি। অর্থাৎ, নতুন নামে বাজারে আসলেও স্মার্টফোন দুটির ফিচার থাকবে পুরানো। এর আগেও আমরা ভিভো কে এই কৌশল অবলম্বন করে অনেক হ্যান্ডসেট বাজারে আনতে দেখেছি।
উদাহরণস্বরূপ, Vivo Y37t ও Vivo G3 স্মার্টফোন দুটিও একই সাইটে একই এক মডেল নম্বর সহ উপস্থিত হয়েছিল। এরপর Vivo G3 5G কয়েকদিন আগে চীনে লঞ্চ হয়। আর গ্লোবাল মার্কেটে রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে উপলব্ধ আছে Vivo Y37t।
বিশেষত্বের কথা বললে, Vivo Y50 5G ও Y50m 5G মডেল দুটি প্রায় একই। এগুলিতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, অরিজিন ওএস ৫ ইন্টারফেস, ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ডুয়েলল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। আর চার্জিংয়ের ক্ষেত্রেও উভয় ফোনে ৪৪ ওয়াট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
শুধু পার্থক্য দেখা যাবে স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। Vivo Y50 5G পাওয়া যাবে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ থেকে। যেখানে Vivo Y50m 5G মডেলটি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থেকে কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.