সম্প্রতি ভিএলএফ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি নতুন ইলেকট্রিক স্কুটারের আগমনের কথা জানিয়েছে। এই মডেলটি ২ এপ্রিল লঞ্চ করা হবে। ভারতে কোম্পানির যে VLF Tennis নামক ইলেকট্রিক স্কুটার রয়েছে তাকে অনুসরণ করেই আসন্ন স্কুটারটি ডিজাইন করা হয়েছে। সূত্রের খবর, এটি হতে পারে VLF Tennis 4000 ওয়াট। যেখানে বেশি রেঞ্জ ও ফিচার্স মিলতে পারে। যদিও এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ভিএলএফ ইন্ডিয়া ২ এপ্রিল নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে
কোম্পানি দ্বারা পোস্ট করা অফিসিয়াল টিজার ছবিতে শুধুমাত্র স্কুটারের নতুন এলইডি টেললাইট দেখা যাচ্ছে। এটি দেখতে VLF Tennis 1500 ওয়াটের এর মতোই। ফলে এটির নতুন সংস্করণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, VLF Tennis 4000 ওয়াট মডেলেও একই রকম এলইডি টেললাইট রয়েছে। ছবির সঙ্গে ক্যাপশন, “কিছু মসৃণ, কিছু সাহসী, কিছু ইতালীয়।”
প্রসঙ্গত, ভিএলএফ টেনিস ১৫০০ ওয়াট গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। দাম ১.২৯ লাখ টাকা (এক্স-শোরুম)। এই রেট্রো-থিমযুক্ত ইলেকট্রিক স্কুটারটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যায় – স্নোফ্লেক হোয়াইট, ফায়ার ফিউরি ডার্ক রেড এবং স্লেট গ্রে। ভিএলএফ টেনিস ১৫০০ ওয়াট ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা একবার চার্জে ১৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সর্বোচ্চ গতি ৬৫ কিমি প্রতি ঘণ্টা। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় তিন ঘণ্টা।
ভারতে এখনও না এলেও, আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে ভিএলএফ টেনিস ৪০০০ ওয়াট। এই স্কুটার সর্বোচ্চ ২৩২ এনএম টর্ক জেনারেট করে এবং ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি বেগে ছুটতে পারে। রয়েছে ২.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। একবার চার্জে রেঞ্জ ১০০ কিলোমিটার। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় পাঁচ থেকে ছয় ঘণ্টা। ভারতে যে সংস্করণ লঞ্চ হবে তাতে এই বৈশিষ্ট্য থাকে কি না তা দেখার বিষয়। পাশাপাশি স্কুটারের দামের উপরও নজর থাকবে।