মুখ্য সংবাদ

এক সাবস্ক্রিপশনে ১৭টি OTT অ্যাপ, Vodafone Idea ইউজারদের জন্য দারুন খবর

Published on:

Vodafone Idea offering 17 ott apps access with one subscription

আলাদা করে নিতে হবে না বিভিন্ন ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। কারণ আপনি যদি Vodafone Idea ব্যবহারকারী হন তাহলে একটি সাবস্ক্রিপশনেই ১৭টি ওটিটি উপভোগ করতে পারবেন। সম্প্রতি নতুন অফার চালু করেছে Vi। এই অফারের লক্ষ্য হল, ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী এবং সুবিধাজনক সমাধান প্রদান করা, যারা ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট উপভোগ করতে পছন্দ করেন।

কীভাবে এই সাবস্ক্রিপশন Vi Movies ও TV অ্যাপে কাজ করবে?

এই Vi Movies ও TV অ্যাপের মাধ্যমেই সুবিধাটি পাবেন। এটি একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যেখানে এক ছাতার তলায় বেশ কয়েকটি পরিচিত OTT প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন – Disney+ Hotstar, Sony LIV, ZEE5 এবং Lionsgate Play উপভোগ করতে পারবেন। পরিষেবাটিতে মনোরমা MAX, NammaFlix, Sun NXT, এবং Klikk-এর মতো আঞ্চলিক স্ট্রিমিং বিকল্পগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি মালায়ালাম, কন্নড়, বাংলা এবং দক্ষিণ ভারতীয় ভাষা-সহ বিভিন্ন ভাষায় দেখা যাবে।

আঞ্চলিক এবং মূলধারার বিনোদনের পাশাপাশি, একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে ফ্যানকোডের মতো গ্লোবাল প্ল্যাটফর্ম এবং Disney+ Hotstar ও Sony LIV-এর মাধ্যমে উপলব্ধ লাইভ স্পোর্টস ইভেন্টগুলি চাক্ষুস করা যাবে। পাশাপাশি, কে-ড্রামা অর্থাৎ কোরিয়ান ড্রামা যাদের পছন্দ, তারা প্লেফ্লিক্স-এ তা উপভোগ করতে পারবেন। এছাড়াও, Lionsgate Play অ্যাপে হলিউড কন্টেন্ট দেখা যাবে।

Vi এর OTT বান্ডেল প্ল্যান

Vi এর অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসে সাপোর্ট করে। ব্যবহারকারীদের মোবাইল এবং টিভি স্ক্রিনজুড়ে কন্টেন্ট উপভোগ করার সুবিধা দেয়। ব্যবহারকারীরা এই পরিষেবার জন্য বিভিন্ন প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারেন, যা ১৫৪ টাকা বা পোস্টপেইড প্ল্যানগুলি, যা ১৯৯ টাকা থেকে শুরু, এগুলিও বেছে নিতে পারেন।