মুখ্য সংবাদ

৮০ লাখ অ্যাকাউন্ট ব্যান করল WhatsApp, এই ভুলে আপনিও বিপদে পড়তে পারেন

Published on:

WhatsApp bans more than 8 millions account in January 2025

দেশের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নিত্যদিনে এই অ্যাপের ব্যবহার সব স্মার্টফোন ইউজাররাই করেন। কিন্তু, ব্যবহারের বদলে অপব্যবহার করলে তার পরিণতিও ভুগতে হতে পারে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা এক মাসেই ৮৪ লাখ ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। মূলত, প্রতারণামূলক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণে এই পদক্ষেপ নিয়েছে মেটা।

কোম্পানির মতে, জালিয়াতি এবং সন্দেহজনক কার্যকলাপের প্রতিবেদনের উপর ভিত্তি করে এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। অসংখ্য ব্যবহারকারী এই ধরনের প্রতারণামূলক আচরণের অভিযোগ করেছেন। প্রসঙ্গত, ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য একটি রূপরেখা তুলে ধরার নির্দেশ দিয়েছিল সরকার। সেই উদ্দেশ্যে একটি ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে মেটা।

সেই রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, মেটা তথ্য প্রযুক্তি আইনের ধারা ৪(১)(d) এবং ধারা ৩A(৭) এর বিধান মেনে চলার জন্য ভারতে প্রায় ৮৪ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। ক্রমাগত অভিযোগ এবং নজরদারি বাড়ানোর জন্য একটি সমন্বিত প্রচেষ্টার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

কোন মাসে অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ হয়েছে?

মেটার রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছিল। মোট নিষিদ্ধ অ্যাকাউন্টগুলির মধ্যে ১৬ লাখ অ্যাকাউন্ট গুরুতর লঙ্ঘনের কারণে তাৎক্ষণিকভাবে ব্লক করা হয়েছিল। বাকি অ্যাকাউন্টগুলি তদন্তে সন্দেহজনক বলে প্রমাণিত হওয়ার পর নিষিদ্ধ করা হয়েছিল।

কী কী কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে?

পরিষেবার শর্তাবলী লঙ্ঘন

এই তালিকার মধ্যে রয়েছে একবারে প্রচুর মেসেজ পাঠানো, স্প্যামিং, প্রতারণামূলক কার্যকলাপে জড়িত হওয়া এবং বিভ্রান্তিকর বা ক্ষতিকারক তথ্য শেয়ার করার মতো কার্যকলাপ।

অবৈধ কার্যকলাপ

আইন অনুসারে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার জন্য চিহ্নিত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে সেগুলি নিষিদ্ধ করতে পারে হোয়াটসঅ্যাপ।

ব্যবহারকারীর অভিযোগ

প্ল্যাটফর্মে হয়রানি, অপব্যবহার বা অনুপযুক্ত আচরণ সম্পর্কিত ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতেও হোয়াটসঅ্যাপ ব্যবস্থা নিয়ে থাকে। ক্ষতিকারক অ্যাকাউন্টগুলি শনাক্ত করে সেগুলি নিষিদ্ধ করা হতে পারে।