মুখ্য সংবাদ

WhatsApp আনল নতুন সুবিধা, স্ট্যাটাসে লাগানো যাবে Spotify এর মিউজিক

Published on:

WhatsApp new feature sharing music from Spotify in status updates

WhatsApp এই বছরের জানুয়ারিতে অ্যান্ড্রয়েড ২.২৫.২.৫ বিটা ভার্সনে স্ট্যাটাস আপডেটে মিউজিক শেয়ারিং ফিচার চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মিউজিক লাইব্রেরিতে ঢুকে স্ট্যাটাস আপডেটে পছন্দের গান শেয়ার করতে পারবেন। এবার এই ফিচারকে আরও অ্যাডভান্স করছে হোয়াটসঅ্যাপ। WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, মেসেজিং প্ল্যাটফর্মটি শীঘ্রই স্ট্যাটাস আপডেটে থার্ডপার্টি অ্যাপগুলি থেকে কনটেন্ট শেয়ার করার অনুমতি দিতে পারে। WABetaInfo এই নতুন ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। যেখানে স্ট্যাটাস আপডেটে স্পটিফাই থেকে মিউজিক যুক্ত করতে দেখা গেছে।

WhatsApp এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে দেখা গেল নতুন ফিচার

WABetaInfo গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচারটি খুঁজে পেয়েছে। স্ক্রিনশট অনুসারে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে স্পটিফাই থেকে মিউজিক শেয়ার করার সুবিধাটি স্ক্রিনের নীচের দিকে অবস্থিত। স্পটিফাই থেকে মিউজিক শেয়ার করার সময় ব্যবহারকারীরা এই অপশনটি দেখতে পাবেন। এই অপশনটি সিলেক্ট করলে হোয়াটসঅ্যাপ শেয়ার করা ট্র্যাক প্রসেস করতে পারবে এবং একটি প্রিভিউ জেনারেট করবে যা ব্যবহারকারীর স্ট্যাটাস আপডেটে দেখা যাবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিউজিক শেয়ার করার মতো পদ্ধতি

এই ফিচারটি স্পটিফাই থেকে ইনস্টাগ্রাম স্টোরিজে মিউজিক শেয়ারিং করার মতোই কাজ করবে। ইনস্টাগ্রামে স্পটিফাই ট্র্যাকগুলি শেয়ার করার সময়, স্টোরিজে একটি ভিজ্যুয়াল প্রিভিউ তৈরি করা হয়, শিল্পীর নাম এবং অ্যালবামের কভার সহ গানের শিরোনাম দেখানো হয়। ব্যবহারকারীরা একটি বাটনও পান যেখানে ট্যাপ করলে স্পটিফাইয়ে রিডাইরেক্ট হয়।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন আপডেট দ্বারা সুরক্ষিত থাকবে

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে ‘প্লে অন স্পটিফাই’ বাটন থাকবে। এই বাটনে ট্যাপ করা হলে, স্পটিফাই অ্যাপে গানটি বাজতে শুরু করবে। WhatsApp স্ট্যাটাস আপডেট দুই দিক থেকে এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। তাই হোয়াটসঅ্যাপ বা কোনও থার্ড পার্টি অ্যাপের কাছে স্ট্যাটাস আপডেটে শেয়ার করা গান সম্পর্কে তথ্য থাকবে না। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। বিটা টেস্টিং সম্পন্ন হওয়ার পরে, হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সনে ফিচারটি পাওয়া যেতে পারে।