এবার থেকে আইফোন ব্যবহারকারীরা একটি অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। অনেকেরই দুটো করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ নানা কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন বোধ করেন। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না।
একটি অ্যাপেই একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করতে চলেছে মেটা। এই মুহূর্তে দেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আইফোন ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু, অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে ফিচার রোল আউট নিয়ে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। তবে হোয়াটসঅ্যাপের এই ফিচারটির ক্ষেত্রে আরও কোনো ভেদাভেদ থাকবে না।
একটি অ্যাপে একাধিক অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে বহুল প্রচলিত অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এবার থেকে আইফোন ব্যবহারকারীরা একটি অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। অনেকেরই দুটো করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ নানা কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন বোধ করেন। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না।
দুটি অ্যাকাউন্টই একটি ফোন বা একটি অ্যাপে ব্যবহার করা যাবে। iOS 25.2.10.70 ভার্সন আপডেট করলে ফিচারটি পাওয়া যাবে। তবে চিন্তা নেই, প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নিজস্ব চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে। দুটি অ্যাকাউন্টে খুব সহজে সুইচ করা যাবে, যেমনটা ফেসবুক বা ইন্সটাগ্রামে করা যায়।
ফিচারটির পরীক্ষা সফল হলে দ্রুত রোল আউট শুরু হবে। এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং নিশ্চিত করুন যে আপনার আইফোনও যেন লেটেস্ট ভার্সনে আপ টু ডেট থাকে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরও একটি ফিচার এনেছে, যার মাধ্যমে অ্যাপে দেওয়া স্ট্যাটাস একবার ক্লিকেই ইন্সটাগ্রাম বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। এর জন্য আলাদা করে দুই অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না।