হ্যাকারদের কবলে পড়ল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট (Bybit)। ক্রিপ্টো মুদ্রা বা ডিজিটাল কারেন্সি কেনাবেচার এই প্ল্যাটফর্ম থেকে প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করে নিয়েছে হ্যাকাররা। ভারতীয় মুদ্রায় এর অঙ্ক প্রায় ১২ হাজার ৯৭ কোটি টাকা। বাইবিটের সিইও বেন ঝো তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে এই হ্যাকের খবরটি নিশ্চিত করেছেন।
বাইবিটের ইথেরিয়াম (Ethereum) ওয়ালেটগুলির মধ্যে একটি হ্যাকারদের দখলে চলে গিয়েছে। আর সেই ডিজিটাল ওয়ালেট থেকে একের পর এক লেনদেনে ১.৪৬ বিলিয়ন ডলারের ইথেরিয়াম হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। উল্লেখ্য, বাজার মূল্যের নিরিখে, বিটকয়েনের পরে ইথেরিয়াম হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির আখ্যা দিয়েছেন।
হ্যাকিংয়ের ঘটনা সামনে আসতেই ইথেরিয়ামের দামে পতন ঘটেছে। শুক্রবার প্রায় ২.৪ শতাংশ কমে গিয়েছে এই ভার্চুয়াল মুদ্রার দাম। রিপোর্ট অনুযায়ী, এখন প্রতিটি কয়েনের মূল্য ২,৬৬৮ ডলারে এসে দাঁড়িয়েছে।। বাইবিটের সিইও জানান, তাদের অফলাইন ইথেরিয়াম ওয়ালেটগুলির মধ্যে কেবল একটি হ্যাক করা হয়েছে। তাঁর দাবি, বাইবিটের হট ওয়ালেট, ওয়ার্ম ওয়ালেট, ও অন্যান্য অফলাইন ওয়ালেট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। এবং লেনদেন স্বাভাবিক ভাবে করা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হ্যাকাররা যাতে এই মুদ্রা নগদ টাকায় না বদলাতে পারে তা নিশ্চিত করতে নজরদাড়ি চালানো হচ্ছে। তবে এই চুরির পিছনে কোন হ্যাকার বা হ্যাকার গোষ্ঠীর হাত, তা এখনও অজানা থেকে গিয়েছে। এদিকে, সংস্থা লগ্নিকারীদের আশ্বস্ত করে বলেছে যে চুরি হওয়া ক্রিপ্টোকারেন্সি উদ্ধার না হলেও আর্থিক দিক থেকে সংস্থার বিশেষ ক্ষতি হবে না। কারণ সংস্থার এই ক্ষতি সামাল দেওয়ার মতো সামর্থ রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.