মুখ্য সংবাদ

বাজার কাঁপিয়ে Xiaomi প্রথম OLED ট্যাবলেট আনছে, থাকবে 24 জিবি র‍্যাম ও 120W চার্জিং

Published on:

Xiaomi pad 7 max may feature oled display 24gb ran 120w charging april launch expected

সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টে Xiaomi গ্লোবাল মার্কেটের জন্য Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেট লঞ্চ করেছে। সংস্থা এখনও কিছু না বললেও, ব্র্যান্ডটি আরও কয়েকটি ট্যাবলেট লঞ্চ করবে বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে। জল্পনা বাড়িয়ে সম্প্রতি একটি প্রতিবেদনে Xiaomi Pad 7S Pro নামে একটি ট্যাবের ব্যাপারে জানা গিয়েছে। আর এখন অনুমান করা হচ্ছে যে, শাওমির প্রথম OLED ট্যাবটিও শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে।

Xiaomi আনছে তাদের প্রথম OLED ট্যাবলেট

এক চীনা টিপস্টারের দাবি, ১৪ ইঞ্চির একটি ওলেড ট্যাবলেট, যাকে আপাতত Xiaomi Pad 7 Max বলা হচ্ছে, আগামী মাসের প্রথম দিকে বাজারে আসতে পারে। এটি ২০২৩ সালে এলসিডি ডিসপ্লের সঙ্গে আত্মপ্রকাশ করা Pad 6 Max 14-এর উত্তরসূরী হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ট্যাবলেটে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া আর কোনও তথ্য লিক হয়নি।

আরও পড়ুন:  স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর, ১০০ শতাংশ নয়, ফোনের ব্যাটারি ভালো রাখতে কত পার্সেন্ট চার্জ দেওয়া উচিত?

শাওমি এর বাইরে আরও দুটি ট্যাবলেটের উপর কাজ করছে বলে জানা গিয়েছে। যার মধ্যে একটি ফ্ল্যাগশিপ মডেল যা কোয়ালকমের পাওয়ারফুল Snapdragon 8 Elite চিপসেট এবং ওলেড ডিসপ্লে অফার করবে। এটি Pad 7s অথবা Pad 7 Ultra নামে বাজারে আসতে পারে। সংস্থার আসন্ন ট্যাবগুলির মধ্যে আরেকটি মডেল হল একটি ৮ ইঞ্চির গেমিং ট্যাবলেট যা মিডিয়াটেকের আপকামিং Dimensity 9400+ প্রসেসর দ্বারা চালিত। এটি রেডমি ব্র্যান্ডের অধীনে লঞ্চ হবে।

আরও পড়ুন:  হার মানবে DLSR, ট্রিপল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসছে Google Pixel 10, 10 Pro ও 10 Pro XL

Xiaomi Pad 7 Max কেমন স্পেসিফিকেশন অফার করবে তার ধারণ পেতে পূর্বসূরী মডেলের ডিটেলস দেখে নেওয়া যেতে পারে। Pad 6 Max 14 ট্যাবলেটে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+, ও ৫০০ নিট ব্রাইটনেস সহ ১৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, Snapdragon 8+ Gen 1 চিপসেট, Adreno জিপিইউ, ডুয়াল রিয়ার ক্যামেরা (৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল), সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কোয়াড-স্পিকার, ও ১০,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩৩ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে।