Xiaomi Pad 8 ও Xiaomi Pad 8 Pro ট্যাব স্ন্যাপড্রাগন প্রসেসর ও 9200mAh ব্যাটারি সহ লঞ্চ হল

গতকাল চীনে Xiaomi 17 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি Xiaomi Pad 8 এবং Xiaomi Pad 8 Pro ট্যাবলেট দুটি লঞ্চ হয়েছে। Xiaomi Pad 7 লাইনআপের উত্তরসূরি মডেলগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩.২কে রেজোলিউশনের স্ক্রিন আছে। ট্যাবগুলি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ কাস্টম স্কিনে চলবে। আর Xiaomi Pad 8 মডেলটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসরে চলে, আর Xiaomi Pad 8 Pro ডিভাইসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। দুটি ট্যাবেই বিশাল ৯,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Xiaomi Pad 8 এবং Xiaomi Pad 8 Pro এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

Xiaomi Pad 8 Pro ট্যাবের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৫০০ টাকা)। এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) এবং ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪২,৭০০ টাকা)। আর ১২ জিবি + ৫১২ জিবি এবং সর্বোচ্চ ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টগুলি পাওয়া যাবে ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪৬,০০০ টাকা) এবং ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৮,০০০ টাকা) মূল্যে।

এছাড়া, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের সফট লাইট এডিশনের দাম ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৪,৬০০ টাকা)। ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি ভার্সনগুলি মিলবে যথাক্রমে ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৮,৬০০ টাকা) এবং ৪,০৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬০০ টাকা) দামে।

অন্যদিকে Xiaomi Pad 8 এর বেস ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি মডেলের দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৭,৫০০ টাকা)। ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভার্সনটি ২,৬৯৯ ইউয়ান (প্রায় ২৭,৭০০ টাকা) এবং ১২ জিবি + ২৫৬ জিবি মডেলটি ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩০,৬০০ টাকা) দামে পাওয়া যাচ্ছে। আর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ Xiaomi Pad 8-এর সফট লাইট এডিশনের দাম ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৫৬০ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলটি মিলবে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৩০০ টাকা) মূল্যে।

Xiaomi Pad 8 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার

Xiaomi Pad 8 Pro ডিভাইসে আছে ১১.২ ইঞ্চি ৩.২কে (২,১৩৬x৩,২০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যার রেজোলিউশন ৩৪৫ পিপিআই এবং সর্বোচ্চ রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লেটি ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে এবং এটি কম ব্লু লাইট নির্গমনের জন্য টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন প্রাপ্ত। নতুন শাওমি ট্যাবলেটটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত, যার সাথে এড্রেনো জিপিইউ রয়েছে। এটি সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। সফটওয়্যার হিসেবে এতে হাইপারওএস ৩ কাস্টম স্কিন পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi Pad 8 Pro মডেলে একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। এই ট্যাবের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে আছে ৫জি, ব্লুটুথ ৫.৪, ওয়াই-ফাই ৭ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অডিওর জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Pad 8 Pro ট্যাবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৯,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Xiaomi Pad 8 এর ফিচার ও স্পেসিফিকেশন

Xiaomi Pad 8 ট্যাবলেটে Pro মডেলের মতোই ডিসপ্লে এবং সফ্টওয়্যার বর্তমান। তবে পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে।, এটি সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ক্যামেরা বিভাগে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল‌ ফ্রন্ট ক্যামেরা। Xiaomi Pad 8 ট্যাবেও Pro মডেলের মতো একই কানেক্টিভিটি অপশন রয়েছে এবং এটিতেও ৯,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। তবে এর চার্জিং স্পিড ৪৫ ওয়াট পর্যন্ত সীমাবদ্ধ।