ইউটিউবারের সাথে ডিস্কো ড্যান্স রোবটের, বিস্ময়কর ভিডিও শেয়ার করল IShowSpeed

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ইউটিউবার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি IShowSpeed নামেই অধিক পরিচিত। তিনি এখন চীন সফরে রয়েছেন এবং সেখান থেকে একের পর এক চমকপ্রদ ভিডিও শেয়ার করছেন। প্রযুক্তির দুনিয়ায় চীনের অগ্রগতির নানা উদাহরণ তার ভিডিও থেকে উঠে আসছে, যা বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহ ও বিস্ময় জাগিয়েছে।
উড়ন্ত গাড়ি থেকে হিউম্যানয়েড রোবট পর্যন্ত
চীনে নিজের সফরের সময় IShowSpeed নানা ধরনের প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে পরিচিত হচ্ছেন। তিনি উড়ন্ত গাড়ি ও মানুষের মতো আচরণকারী হিউম্যানয়েড রোবটের সঙ্গে সময় কাটিয়ে সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এসব ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Speed watches a dancing robot in front of him in China 😭🇨🇳
pic.twitter.com/TMW8bqYHHl— Speedy Updates (@SpeedUpdates1) April 5, 2025
রোবটের সঙ্গে নাচ ও ব্যাকফ্লিপ
একটি ভিডিওতে দেখা যায়, IShowSpeed একটি হিউম্যানয়েড রোবটের সঙ্গে নাচ করছেন এবং ব্যাকফ্লিপ করছেন। রোবটের নিখুঁত নড়াচড়া, শরীরের ভঙ্গিমা এবং মানুষের মতো প্রতিক্রিয়ায় ইউটিউবার রীতিমতো বিস্মিত হন। ভিডিওতে তার মজার প্রতিক্রিয়া দর্শকদের মনে হাসির উদ্রেক করেছে।
Speed with the most advanced robot in China that can do everything 😳🇨🇳
pic.twitter.com/9MVopOkOBs— Speedy Updates (@SpeedUpdates1) April 5, 2025
ডান্সের পাশাপাশি বক্সিংও
আরেকটি ভিডিওতে তিনি সেই একই রোবটের সঙ্গে এককভাবে নাচ করছেন। ভিডিওটিতে দেখা গেছে, রোবট দক্ষভাবে ডান্স মুভস করছে এবং এমনকি IShowSpeed-এর মতো ফ্লিপও মারতে পারছে। পরবর্তীতে দুইজনের মধ্যে এক মজার বক্সিং ম্যাচও হয়, যেখানে রোবট শেষে হোঁচট খেয়ে পড়ে যায় এবং ‘হার’ মানে।
নেটিজেনদের প্রশংস
এই ভিডিওগুলো ইতিমধ্যে প্রায় ২০ লাখ ভিউ অতিক্রম করেছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে মজার ও উৎসাহব্যঞ্জক কমেন্ট পাচ্ছে। অনেকে চীনের রোবোটিক্স প্রযুক্তি ও উদ্ভাবনকে সাধুবাদ জানিয়েছেন।