Nokia 2.4, Nokia 6.1 এবং Nokia 7 Plus এর জন্য এল নতুন আপডেট

নতুন বছরের শুরুতেই লঞ্চ হবে Nokia এর একাধিক স্মার্টফোন। তবে পুরানো গ্রাহকদের কথাও গুরুত্ব সহকারে ভাবছে কোম্পানিটি। আর সেইজন্যই তারা তিনটি স্মার্টফোনের জন্য নতুন আপডেট আনলো। Nokia 2.4, Nokia 6.1 এবং Nokia 7 Plus ফোন তিনটি ডিসেম্বর ২০২০ সিকিউরিটি আপডেট পেয়েছে। এরফলে ফোনগুলি আরও সুরক্ষিত হয়ে উঠবে।

Nokiamob এর রিপোর্ট অনুসারে, Nokia 2.4 ফোনটির জন্য  v1.130 বিল্ড নম্বর সহ আপডেট এসেছে, যার সাইজ ১.৩৬ এমবি। আপনি যদিও এই ফোনটি ব্যবহার করেন তাহলে শীঘ্রই একটি নোটিফিকেশন পাবেন অথবা সেটিং থেকে গিয়েও চেক করতে পারেন।

নোকিয়া ২.৪ এর সাথে Nokia 6.1 এবং Nokia 7 Plus ফোনগুলিও আপডেট পেয়েছে। নোকিয়া ৬.১ এর আপডেট সাইজ ৩২.৯৮ এমবি। আবার ৩২.৪৬ এমবি সাইজ নোকিয়া ৭ প্লাস এর আপডেটের। মনে রাখবেন আপডেট থেকে কোনো নতুন ফিচার ফোনে যুক্ত হবেনা। তবে বাগ ফিক্স ও উন্নত ওয়াইফাই কানেকশন সহ ফোনগুলি আরও সুরক্ষিত হবে।

জানিয়ে রাখি ফোনগুলি আপডেট করার আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিয়ে রাখবেন। এছাড়াও চেষ্টা করবেন ফোনে যেন ৬০ শতাংশের বেশি চার্জ থাকে। মোবাইল নেটওর্য়াকের বদলে ওয়াইফাই এর মাধ্যমে আপডেট করাই বুদ্ধিমানের কাজ হবে।