Nokia 6.1 এবং Samsung গ্যালাক্সি নোট 8 এর দাম কমলো

স্যামসাঙ তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট 9 এর লঞ্চের আগে গ্যালাক্সি নোট 8 এর দাম কমালো

HMD Global এই সপ্তাহেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজেট ফোন 6.1 প্লাস।কিন্তু এই ফোন লাঞ্চ হওয়ার আগেই নোকিয়া তাদের পুরোনো সংস্করণ 6.1 এর দাম কমিয়ে দিলো।1500 টাকা কমে গিয়ে Nokia 6.1 এর নতুন দাম হলো 15499 টাকা।

ঠিক একই রকম স্যামসাঙ তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট 9 এর লঞ্চের আগে গ্যালাক্সি নোট 8 এর দাম কমালো।

Nokia 6.1 এর নতুন মূল্য :

এইচএমডি গ্লোবাল বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি লঞ্চ করেছিল।যার 3জিবি সংস্করণের মূল্য ছিল 16,999 টাকা এবং 4 জিবি সংস্করণের মূল্য রাখা হয়েছিল 18,999 টাকা। কিন্তু  6.1 প্লাসের লঞ্চ হওয়ার পূর্বেই উভয় সংস্করণের মূল্য 1,500 টাকা করে কমানো হলো।3জিবি সংস্করণের বর্তমান মূল্য 15,499 টাকা এবং  4 জিবি সংস্করণের বর্তমান মূল্য 17,499 টাকা।

এছাড়াও আমাজন ইন্ডিয়া ফোনটির উপর অনেক অফার দিচ্ছে।যদি কেউ আমাজন ইন্ডিয়া থেকে ফোন টি কেনে তবে 25 শতাংশ ছাড়পাবে মেকমাইট্রিপ এ। এছাড়াও থাকছে 2000 টাকা ক্যাশব্যাক এয়ারটেল ইউসারদের জন্য।

ফিচার্স:

নোকিয়া 6.1 এসেছে 5.8 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের সাথে।এই ফোনে অক্টা কোর স্ন্যাপড্রাগন 630 প্রসেসর ব্যবহার করা হয়েছে।আগেই বলা হয়েছে ফোনটির দুটো সংস্করণ আছে 3জিবি RAM/32জিবি মেমরি এবং 4জিবি RAM /64জিবি মেমরি।

ফটোগ্র্যাফির জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আন্ড্রয়েড 8.1 অপারেটিং সিস্টেম এ চলা এই ফোনে 3060 এমএএইচ ব্যাটারী আছে।

সম্প্রতি দাম কমলো Samsung এর এই 5টি স্মার্টফোনের

পড়ুন :

Samsung গ্যালাক্সি নোট 8 বর্তমান মূল্য:

স্যামসাঙ গ্যালাক্সি নোট 8 এর মূল্য ছিল 67,900 টাকা । এই ফোনটি 12000 টাকা দাম কমে যাওয়ার পরে 66,900 এর পরিবর্তে 55900 টাকায় পাওয়া যাবে। এটির সাথে, গ্রাহকরা যদি এইচডিএফসি ক্রেডিট কার্ডটি ব্যবহার করেন তবে তাদের 4000 টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন।

স্যামসাঙ গ্যালাক্সি নোট 8 একটি ফ্ল্যাগশিপ ফোন,যেখানে আপনি পাবেন 6.3 ইঞ্চি quad এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে (1440 x 2960 পিক্সেলস) 18.5: 9 আসপেক্ট রেশিওয়ের সাথে।2.35 GHz অক্টা কোর অক্সিনস 9985 প্রসেসর এবং 6 জিবি RAM ফোনটির হার্ডওয়্যার কে শক্তিশালী করেছে।এই ফোনটির তিনটি সংস্করণ আছে 64/128/256 জিবি।

সমস্ত খবরের আপডেট পেতে এখানে লাইক দিন!