Flipkart থেকে পাওয়া যাবে Nokia ল্যাপটপ, থাকবে উইন্ডোজ ১০ এর সাথে i5 প্রসেসর

কিছুদিন আগেই টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছিলেন, নোকিয়ার নয়টি ল্যাপটপ BIS-এর শংসাপত্র লাভ করেছে। তারপরেই একপ্রকার নিশ্চিত হয়ে যায়, ভারতে Nokia ব্রান্ডেড ল্যাপটপ শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তবে নোকিয়ার এই ল্যাপটপের বিপণনের দায়িত্ব এইচএমডি গ্লোবাল সামলাবে না ফ্লিপকার্ট, তা নিয়ে একটা সংশয় ছিল। তবে সব প্রশ্নচিহ্ণ দূরে সরিয়ে রেখে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলা হয়েছে, Nokia PureBook ল্যাপটপ ফ্লিপকার্টেই (Flipkart) লঞ্চ হবে। এছাড়া জানা গেছে, নোকিয়ার এই আল্ট্রা লাইট ল্যাপটপগুলি ডলবি ভিশনের সাথে আসবে।

প্রসঙ্গত NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S, এবং NKi310UL85S মডেল নম্বর যুক্ত নোকিয়ার এই নয়টি ল্যাপটপ ব্যুরো অফ ইন্ডিয়ান স্টান্ডার্ডস বা বিআইএসের সার্টিফিকেশন পেয়েছে।

BIS লিস্টিং দেখার পর এই সিরিজে থাকা ল্যাপটপগুলির চিপসেট ও অপারেটিং সিস্টেম সর্ম্পকে ধারণা পাওয়া গিয়েছিল। প্রত্যেকটি ল্যাপটপের মডেল নম্বর শুরু হচ্ছে NK দিয়ে, যা পরোক্ষভাবে Nokia কেই নির্দেশ করছে। এরপর আছে i5/i3, নিঃসন্দেহে যা ল্যাপটপে ব্যবহৃত চিপসেটকে ইঙ্গিত করছে। আর তারপর ১০ থাকার অর্থ এগুলি উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম চলবে। লিস্টিং থেকে স্পষ্ট, এদের মধ্যে ৫ টি ল্যাপটপ ইন্টেলের i5 প্রসেসরের সাথে আসবে, আর বাকিগুলোতে i3 প্রসেসর থাকবে।

প্রসঙ্গত, এইচএমডি গ্লোবালের কাছে যেমন নোকিয়া ব্রান্ডেড ফোন উৎপাদনের জন্য লাইসেন্স আছে। তেমনি নোকিয়ার সাথে ফ্লিপকার্টের একটি স্ট্রাটেজিক পার্টনারশীপ আছে এবং এই চুক্তি অনুযায়ী ফ্লিপকার্ট, ভারতে নোকিয়ার মিডিয়া স্ট্রিমিং ডিভাইসের পাশাপাশি নোকিয়া ব্রান্ডেড টিভি ডেভলপ, ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউশনের সাথে ইন্ড-টু-ইন্ড-গো-টু-মার্কেট- স্ট্রাটেজিও ম্যানেজ করে। সুতারাং নোকিয়ার স্ট্রিমিং ডিভাইস এবং স্মার্ট টিভির পর এবার নোকিয়ার ল্যাপটপও ফ্লিপকার্টে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে। আশা করা যায়, এই ল্যাপটপগুলি স্পেসিফিকেশন সর্ম্পকিত বিস্তারিত তথ্য শীঘ্রই আমাদের সামনে আসবে।