OnePlus 8T ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১১ সিস্টেম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

oneplus-8t-spotted-on-geekbench-with-android-11-based-oxygen-11

গতকালই ওয়ানপ্লাস এর সিইও Pete Lau জানিয়ে দিয়েছেন, এবছর তারা OnePlus 8 Pro লঞ্চ করবে না। তবে প্রো মডেল না এলেও আগামী ২৪ অক্টোবর ভারতে লঞ্চ হবে OnePlus 8T। এই ফোনের মুখ্য স্পেসিফিকেশনও আমাদের অজানা নেই। ওয়ানপ্লাস ৮টি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে। আবার এতে থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। এবার লঞ্চের আগে OnePlus 8T কে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গেল।

টিপ্সটার সুধাংশু গিকবেঞ্চ থেকে পাওয়া OnePlus 8T সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। গিকবেঞ্চে এই ফোনটির মাদারবোর্ড হিসাবে আছে ‘Kona’। যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর এর কোডনেম। যদিও আগের কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস থাকতে পারে। এখানে ফোনটিকে OnePlus KB2000 লেবেলের সাথে দেখা গেছে। এছাড়াও জানা গেছে এই ফোনের প্রসেসরের ক্লক স্পিড হবে ১.৮০ গিগাহার্টজ।

গিকবেঞ্চ থেকে নিশ্চিত হয়েছে OnePlus 8T ফোনে থাকবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম। আবার এটি হতে পারে প্রথম গুগল পিক্সেল ব্যাতিত ডিভাইস যেখানে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। এর সাথে কোম্পানির নিজস্ব কাস্টম ওএস OxygenOS 11 থাকবে। গিকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৩৮৪৩ পয়েন্ট পেয়েছে। আবার মাল্টি কোর টেস্টে ফোনটির স্কোর ১১৭১৪।

OnePlus 8T এর সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus 8T ফোনটির সামনে পাঞ্চ হোলের মধ্যে থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর।আবার ওয়ানপ্লাস ৮টি ৫জি ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এতে ৮কে ভিডিও সাপোর্ট করবে। প্রসঙ্গত ওয়ানপ্লাস ৮ ফোনেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছিল। ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারিরি সাথে আসবে। এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যাকোয়ামারিন গ্রিন এবং লুনার সিলভার কালারে আসতে পারে। ওয়ানপ্লাস ৮টি অ্যান্ড্রয়েড ১১ বেসড অক্সিজেনওএস ১১ স্কিন সহ আসবে।এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প থাকতে পারে। ফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লাট এস এমোলেড ডিসপ্লে সহ আসবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রিডার দেওয়া হবে।