OnePlus 9 সিরিজের সাথে আসতে পারে OnePlus Watch

প্রিমিয়াম ফোনের পাশাপাশি OnePlus একে একে বাজারে এনেছে পাওয়ার ব্যাঙ্ক, টেলিভিশন, এবং অডিও প্রোডাক্ট। এরই সাথে সংস্থাটি যে স্মার্টওয়াচের ওপরেও কাজ করছে সেই সংবাদও বহুবার আমাদের সামনে এসেছে। এইবছরেই সম্ভাব্য লঞ্চ হওয়ার কথা থাকলেও অক্টোবরে জানা গেছিল, সফটওয়্যার জনিত সমস্যার কারণে ওয়ানপ্লাস ওয়াচের লঞ্চ কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এবার ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও Pete lau সংস্থার প্রথম স্মার্টওয়াচ অর্থাৎ OnePlus Watch এর লঞ্চের টাইমলাইন প্রকাশ করলেন৷

Pete lau তার টুইটে লিখেছেন, আগামী বছরের প্রথম দিকেই OnePlus Watch রিলিজ হবে। যদিও তিনি অবশ্য কোন মাসে লঞ্চ হবে তা উল্লেখ করেননি। তবে আগামী মার্চ মাসে OnePlus 9 সিরিজের সাথে স্মার্টওয়াচটি লঞ্চ করা হবে বলে ধরে নেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে ওয়ানপ্লাসের একটি স্মার্টওয়াচ ভারতে BIS সার্টিফিকেশন লাভ করেছিল। ফলে ভারতেও যে এটি উপলব্ধ হবে তা নিঃসন্দেহে বলা যায়। OnePlus যে স্মার্টওয়াচের ওপর বেশ কয়েকবছর ধরে কাজ করছে তা আগেই বলেছি। প্রথমদিকে ডিভাইসটির কয়েকটি স্কেচ দেখে জানা গিয়েছিল, এর ডায়াল গোলাকৃতি হবে।

রিপোর্টে অনুযায়ী, ওয়ানপ্লাস স্মার্টওয়াচ গুগলের WearOS-এ চলবে। তবে কোম্পানির পক্ষ থেকে বিষয়টি এখনও সুনিশ্চিত করা হয় নি। Pete Leu সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, WearOS আরও উন্নত করতে তারা গুগলের সাথে কাজ করছে। তবে এই অপারেটিং সিস্টেমের সাথে ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টওয়াচ লঞ্চ হবে কিনা সেই বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। স্মার্টওয়াচটির বিষয়ে আপাতত এতটুকু তথ্যই সামনে এসেছে৷ তবে লঞ্চ একপ্রকার কনফার্ম হয়ে যাওয়ায়, এর ব্যাপারে খুব শীঘ্রই আরও তথ্য পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।