Xiaomi-র এই ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট খারাপ খবর

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য MIUI 11 আপডেট দিতে শুরু করেছে। শাওমির এই কাস্টম ওস বানানো হয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপর । ইতিমধ্যেই Redmi K20, Redmi Note 7, Redmi Note 7S, Redmi Note 7 Pro ফোনে এমআইইউআই ১১ আপডেট চলে এসেছে। এবার গত বছর লঞ্চ করা পোকো এফ১ ফোনে এই আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানি।

তবে কোম্পানির তরফে এও জানানো হয়েছে POCO F1 ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক এমআইইউআই ১১ আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোন ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ এর মজা থেকে বঞ্চিত হবেন বলে মনে করা হচ্ছে। আপনি যদি পোকো এফ১ ব্যবহারকারী হন তবে ফোনের সেটিং থেকে নতুন আপডেট এখনই ডাউনলোড করতে পারবেন। এই ফোনের এমআইইউআই ১১ আপডেট ১.৮ জিবি।

শাওমি তাদের নতুন এই কাস্টম ওএস এ আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে, যেমন- ডাইনামিক লকস্ক্রিন, ব্রিদিং নোটিফিকেশন লাইট, নতুন ভাবে ডিজাইন করা ওয়ালপেপার ক্যারোসেল, ডার্ক থিম এবং আরো অনেক কিছু। তাহলে আসুন জেনে নিই এমআইইউআই ১১ এর আরো নতুন কিছু ফিচারের ব্যাপারে।

MIUI 11 তে আসছে নতুন ডাইনামিক ভিডিও ওয়ালপেপার ফিচার-

শাওমির নতুন এই ইউজার ইন্টারফেস আপনাদের জন্য রয়েছে নতুন ডায়নামিক লকস্ক্রিন ফিচার যা ব্যবহার করলে আপনি যে কোন টেক্সট কে ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন এবং এই ডিসপ্লেটি সবসময় অন থাকবে। এরপর আসা যাক নোটিফিকেশন লাইটে, যা এমআইইউআই ১১ তে পরিবর্তন হয়েছে। নতুন এই ইন্টারফেসে একটি নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন এলে সম্পূর্ণ লক স্ক্রীন টি সেই অ্যাপের হিসেবে পরিবর্তিত হয়ে যাবে। এছাড়াও শাওমি প্রত্যেকটি অ্যাপের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন কালার ব্যবহার করার সুযোগ রেখেছে এখানে।

এছাড়াও এই নতুন এমআই ইউআই ১১ তে আপনারা ডাইনামিক ভিডিও ওয়ালপেপার এর অপশন পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা যেকোন ভিডিও ক্লিপ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন।

নতুন MIUI তে আসছে এমআই ওয়ার্ক ফিচার-

এমআইইউআই ১১-র এই নতুন এমআই ওয়ার্ক সেকশনটি এমআই ফাইল ম্যানেজার এবং এমআই টাস্কস অ্যাপে অনেকগুলি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এছাড়াও MIUI 11 সাথে আসা এই ফাইল ম্যানেজার অ্যাপটি আপনার বেশি ব্যবহার করা ফাইলগুলি থাম্বনেইল হিসেবে দেখাবে। এছাড়াও আপনাকে আর পিডিএফ ডকুমেন্ট খোলার জন্য অন্য কোন অ্যাপ ডাউনলোড করার দরকার পড়বেনা, এই এমআই ফাইল ম্যানেজারেই সমস্ত ফিচার দিয়ে দেওয়া হবে।

এর সঙ্গেই এমআইইউআই নোটস এবং এমআই টাস্কস অ্যাপেও আপনারা অনেক রকম নতুন ফিচার পেয়ে যাবেন। এমআইইউআই ১১ তে আপনারা ফ্লোটিং ক্যালকুলেটরের ফিচারটিও পাবেন।

MIUI 11 তে নতুন স্টেপ ট্রাকিং ফিচারও আসছে-

এমআই ব্যবহারকারীদের আর আলাদাভাবে ফিটনেস অ্যাপ ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই কারণ এমআইইউআই ১১ তে আসতে চলেছে নতুন ইনবিল্ট স্টেপ ট্রাকিং ফিচার। এগুলো ছাড়াও আসতে চলেছে গেম খেলার সময়ে ব্যবহার হওয়া নতুন এমআইইউআই কুইক রিপ্লাই ফিচার, স্ক্রিন আনলক হওয়ার নতুন সাউন্ড, নতুন চার্জিং অ্যানিমেশন এবং আরো অনেক কিছু।

সমস্ত খবরের আপডেট পেতে এখানে লাইক দিন!