Pregnancy Scam: ৩ মাসে অন্তঃসত্ত্বা করলেই টাকা, বাড়ি! ফেসবুকে পুরুষদের ফাঁদে ফেলছে নতুন প্রতারণা
অনলাইনে নতুন এক প্রতারণার শিকার হচ্ছেন পুরুষরা। ৩ মাসে অন্তঃসত্ত্বা করতে পারলেই চাকরি - এমন টোপ দিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে তাদের। ফেসবুকে প্রচুর মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন।
বেকারত্বের শিকার পুরুষদের জন্য নয়া প্রতারণার ফাঁদ ফেলা হয়েছে ফেসবুকে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। পিতৃত্বের বিনিময়ে টাকার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হচ্ছে। ইতিমধ্যে বহু পুরুষ তার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে মোটা মাইনের চাকরি এবং সম্পত্তির প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে জালিয়াতি করা হচ্ছে।
এই সব পোস্টে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তঃসত্ত্বা করতে পারলেই চাকরি নিশ্চিত। ঠকানোর জন্য মহিলাদের চুরি করা ছবি ব্যবহার করা হচ্ছে। পুরুষদের লাখ লাখ টাকার পাশাপাশি সম্পত্তির ভাগ করার মতো লোভনীয় পুরস্কার দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তারপর এই ফাঁদে পা দিয়ে যেসব পুরুষ আগ্রহ প্রকাশ করছেন তাদের এই কাজ সম্পর্কে বিস্তারিত জানিয়ে অগ্রিম প্রসেসিং ফি এবং রেজিস্ট্রেশন ফি চাওয়া হচ্ছে। আর একবার টাকা পাঠানো হলে, যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তারা।
প্রেগনেন্সি জবের নামে কীভাবে করা হচ্ছে প্রতারণা?
প্রেগনেন্সি জব হিসাবে এগুলি পোস্ট করা হচ্ছে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। পোস্টগুলিতে দেখা যাচ্ছে, ভিডিয়োতে একটি মহিলা দাবি করছেন তাকে অন্তঃসত্ত্বা করতে পারলে ২০-৫০ লক্ষ টাকা, একটি গাড়ি এবং বাড়ি-সহ প্রচুর আর্থিক পুরস্কার দেওয়া হবে।
আরও একটি ভিডিয়োতে, একজন মহিলা একজন পুরুষকে ৫০ লক্ষ টাকা দেওয়ার দাবি করেছেন। এমনকী ১০ লক্ষ টাকা অগ্রিম দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও একটি ভিডিয়োতে বলা হয়েছে, ৩ মাসের মধ্যে অন্তঃসত্ত্বা করতে পারলে তাকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
ভিডিয়ো ছাড়াও মহিলাদের ছবি চুরি করে সেগুলি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। ছবি এবং ক্যাপশনে লেখা থাকছে অন্তঃসত্ত্বা করতে পারলে মিলবে মোটা টাকা পুরস্কার। যা আদতে সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণা বলে জানা গেছে।
পুরুষদের বেকারত্ব এবং দুর্বলতার সুযোগ নিয়ে জালিয়াতিগুলি করা হচ্ছে। রিপোর্ট বলছে, যারা এগুলির শিকার হচ্ছেন তারা লজ্জার কারণে সেটি রিপোর্ট করতে পারছেন না। ফলে প্রতারকরা তাদের প্রতারণা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
বিহার পুলিশ ইতিমধ্যে এই জালিয়াতির সঙ্গে যুক্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে। দেশজুড়ে এর নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন সতর্ক থাকার জন্য, এই ধরনের পোস্ট দেখলে অবিলম্বে সেটি ফেসবুকে রিপোর্ট করতে হবে। যাতে সেগুলি আর ফেসবুক ফিডে না আসে।
অনলাইনে নতুন এক প্রতারণার শিকার হচ্ছেন পুরুষরা। ৩ মাসে অন্তঃসত্ত্বা করতে পারলেই চাকরি - এমন টোপ দিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে তাদের। ফেসবুকে প্রচুর মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন।