Realme C2 মাত্র 5999 টাকায় লঞ্চ হলো, জেনে নিন কি কি আছে এই ফোনে

রিয়েলমি আজ ভারতে Realme 3 Pro এর সাথে Realme C2 ও লঞ্চ করলো। এই নতুন বাজেট ফোনটি ডায়মন্ড কাট ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। Realme C2 ফোনে ডুয়াল ক্যামেরার সাথে 19.9:9 আসপেক্ট রেশিওর ডিসপ্লে আছে। এছাড়াও এই ফোনে পাবেন 16 ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।বাজার দখলের ক্ষেত্রে এই ফোনটির সাথে Samsung Galaxy M10 এর লড়াই হবে।

Realme C2 স্পেসিফিকেশন :

ডুয়াল সিমের এই ফোনে 6.1 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার রেজল্যুশন 720×1560 পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 প্রটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন মিডিয়াটেক Helio P22 প্রসেসর ও 2/3 জিবি র‌্যাম এবং 16 ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ।

এই ফোনে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রথমটি f/2.2 অ্যাপারচারের সাথে 13 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি f/2.2 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে f/2.2 অ্যাপারচারের সাথে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এছাড়াও এই ফোনে আছে 4,000mAh ব্যাটারি ও ফেস আনলক ফিচার।

Realme C2 দাম :

এই ফোনের 2 জিবি র‌্যাম এবং 16 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5999 টাকা আবার 3 জিবি র‌্যাম এবং 32 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7999 টাকা।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

পড়ুন : Realme 3 Pro 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হলো

Last Updated on