Huawei Mate 20 Pro থেকে Realme U1, গত সপ্তাহে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলো দেখুন

আসুন জেনে নেই ভারতে গত সপ্তাহে লঞ্চ হওয়া স্মার্টফোন সম্পর্কে

আপনি যদি বাজেট রেঞ্জে ইউনিক ফিচারের সাথে নতুন স্মার্টফোন কিনতে চান,তবে এই খবরটি অবশ্যই পড়ুন।গত সপ্তাহে ভারতে মিড্ রেঞ্জ স্মার্টফোন থেকে প্রিমিয়াম রেঞ্জে 4 টি স্মার্টফোন লঞ্চ হয়েছে।এই চার স্মার্টফোনে অনেক ইউনিক ফিচার দেওয়া হয়েছে।আসুন জেনে নেই ভারতে গত সপ্তাহে লঞ্চ হওয়া স্মার্টফোন সম্পর্কে।

Huawei Mate 20 Pro :

  • এটি বিশ্বের প্রথম 7nm Kirin 980 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া স্মার্টফোন।
  • প্রথম স্মার্টফোন যেখানে 2.5 মিমি লেইকা মাইক্রোশটস দেওয়া হয়েছে।
  • আল্ট্রা ওয়াইড এঙ্গেল সহ বিশ্বের প্রথম তিনটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন।
  • ফোনে এআই সিনেমাটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে।
  • ফোন 4,200 এমএএইচ ব্যাটারি এবং 40W সুপার চার্জ সাপোর্ট করে।
  •  বিশ্বের প্রথম ওয়ারলেস 15W চার্জিং স্মার্টফোন।
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ম্যাক্সিম ভিউ সহ ফোনে দেওয়া হয়েছে।

এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন :

Honor 8C :

স্মার্টফোনটি এই বছর জুনে আসা স্ন্যাপড্রাগন 636 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া প্রথম স্মার্র্টফোন ।সাথে 4 জিবি ও 6 জিবি র‌্যাম ও গ্রাফিক্সের জন্য এড্রোনো 506 জিপিইউ ও দেওয়া হয়েছে।কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর,স্ন্যাপড্রাগন 626 প্রসেসরের থেকে 40 শতাংশ বেশি শক্তিশালী।এই শক্তিশালী প্রসেসরের দ্বারা আপনি সহজেই 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।অনার 8C ফোনটি 6.26 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে আসবে।আইপিএস এইচডি প্লাস ডিসপ্লেটির স্ক্রিন রেজল্যুশন হলো 1520 × 720 পিক্সেল। এছাড়াও এর আসপেক্ট রেশিও 19:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 86.6 শতাংশ।

এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Realme U1 :

এই স্মার্টফোনে 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন রেজল্যুশন 1080 x 2340 পিক্সেল। এই ফোনেও স্ক্রিন টু বডি রেশিও হলো 90 শতাংশ।এই ফোন 3 জিবি র‌্যাম/ 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‌্যাম/ 64 জিবি স্টোরেজের সাথে আসবে।ফোনটি নীল,কালো ও সোনালী রংয়ে পাওয়া যাবে।ফোনের প্রসেসরের কথা বললে,এতে মিডিয়াটেক হেলিও P70 চিপসেট(অক্টাকোর প্রসেসর) দেওয়া হবে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই এই ফোনে দেওয়া হতে পারে।

এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Asus ROG :

এই ফোনে 6 ইঞ্চি এমোলেড ডিসপ্লে আছে যার স্ক্রিন রেজল্যুশন হলো 2160×1080 পিক্সেল। এছাড়াও এর আসপেক্ট রেশিও 18:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 76.8 শতাংশ।ফোনে 2.96 গিগাহার্জ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর দেওয়া হয়েছে।এছাড়া গ্রাফিক্সের জন্য এড্রোনো 630 জিপিইউ আছে।র‌্যাম ও স্টোরেজের কথা বললে Asus ROG ফোনে 8 জিবি র‌্যাম ও 128 জিবি এবং 512 জিবি স্টোরেজ আছে।

এই স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Last Updated on