Home টেক জ্ঞান আজ প্রথমবার কেনা যাবে Realme X3 ও Realme X3 SuperZoom

আজ প্রথমবার কেনা যাবে Realme X3 ও Realme X3 SuperZoom

কয়েকদিন আগেই রিয়েলমি ভারতে তাদের Realme X3 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে দুটি ফোন আছে Realme X3, Realme X3 SuperZoom। এই দুটি ফোন আজ প্রথমবার সেলের জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর ১২ টায় Flipkart ও Realme.com থেকে রিয়েলমি এক্স ৩ ও রিয়েলমি এক্স ৩ সুপারজুম ফোন দুটি কেনা যাবে। দুটি ফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও আছে ১২০ হার্জ ডিসপ্লে, কোয়াড রিয়ার ক্যামেরা, ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ। রিয়েলমি এক্স ৩ সিরিজে কোম্পানি ফোনের পারফরম্যান্স ও ক্যামেরা পারফরম্যান্সের উপর জোর দিয়েছে। এই সিরিজের রিয়েলমি এক্স ৩ সুপারজুমে ৬০ এক্স সুপারজুম সাপোর্ট করে।

Realme X3, Realme X3 SuperZoom দাম ও অফার :

রিয়েলমি এক্স ৩ ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৫,৯৯৯ টাকা।

আবার  রিয়েলমি এক্স ৩ সুপারজুমের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা। আবার ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩২,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসাবে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। আবার ৫ শতাংশ ছাড় মিলবে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকদের। এছাড়াও ফোন দুটি নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে।

Realme X3 SuperZoom স্পেসিফিকেশন :

রিয়েলমি এক্স ৩ সুপারজুম ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ২৪০০ x ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেট ২০:৯। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬১৬ সেন্সর। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫। ৫জি সাপোর্টের সাথে এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ও এড্রেনো ৬৪০ জিপিইউ। এতে ৩০ ওয়াটডার্ট ফ্ল্যাশ চার্জার সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য এখানে অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই আছে।

ফটোগ্রাফির জন্য এখানে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা Samsung GW1 সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/১.৮। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স যেখানে ৫এক্স অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং চতুর্থ ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরায় ৬০ এক্স সুপারজুম সাপোর্ট করে, যেখানে স্টারি মোড ও উপলব্ধ। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই। সিকিউরিটির জন্য এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য এতে Dolby Atmos টেকনোলজি ব্যবহার করা হবে।

Realme X3 স্পেসিফিকেশন :

রিয়েলমি এক্স ৩ ফোনেও রিয়েলমি এক্স ৩ সুপারজুমের মতো ফিচার দেওয়া হয়েছে। শুধু এখানে সেলফি ক্যামেরার জন্য পাবেন ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স৪৭১ সেন্সর। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনেও রিয়েলমি এক্স ৩ সুপারজুম ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ২৪০০ x ১০৮০ পিক্সেল এবং আসপেক্ট রেট ২০:৯। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫।

৫জি সাপোর্টের সাথে এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ও এড্রেনো ৬৪০ জিপিইউ। এতে ৩০ ওয়াটডার্ট ফ্ল্যাশ চার্জার সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য এখানে অ্যান্ড্রয়েড ১০ বেসড রিয়েলমি ইউআই আছে। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই। সিকিউরিটির জন্য এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। সাউন্ডের জন্য এতে Dolby Atmos টেকনোলজি ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য এখানে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা Samsung GW1 সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/১.৮। এছাড়াও আছে ১২ মেগাপিক্সেল টেলিফোটো যেখানে ২এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং চতুর্থ ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

আমাদের কে ফলো করুন

263,736FansLike
2,179FollowersFollow
67FollowersFollow

Yamaha MT 15 এখন পাবেন এগারোটি কালার কম্বিনেশনের বিকল্পে

MT 15 মোটরসাইকেলের জন্য Yamaha আনলো কালার কাস্টোমাইজেশন অপশান। 'কাস্টোমাইজ ইয়োর ওয়ারিয়র' (Yamaha Customize your Warrior) নামে একটি প্রোগ্রামও...

ভারতের বাজারে এল KTM 250 Adventure মোটরবাইক, সস্তায় প্রিমিয়াম ফিচার

KTM ভারতে লঞ্চ করে দিল KTM 250 Adventure মোটরবাইক। এই অ্যাডভেঞ্চর বাইকের দাম রাখা হয়েছে ২,৪৮,২৫৬ টাকা (এক্স-শোরুম দিল্লি)।...

ডিসেম্বরে ভারতে আসছে Aprilla SXR 160 ম্যাক্সি স্কুটার, শুরু হল বুকিং

অপেক্ষার অবসান ঘটিয়ে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ভারতে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে Aprilla SXR 160 ম্যাক্সি...

ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের জন্য সুখবর, ৩০০০ চার্জিং স্টেশন বানাচ্ছে eBikego

ধরুন বাইক বা স্কুটার নিয়ে আপনি প্রয়োজনীয় কোনো কাজে বেড়িয়েছেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর হঠাৎই খেয়াল করলেন,...

বাজারে এল Honda Hornet 2.0 এবং Dio এর Repsol Edition মডেল

লঞ্চ হয়ে গেল হোন্ডার Hornet 2.0 মোটরবাইক এবং Dio স্কুটারের Repsol Edition মডেল। হোন্ডার রেসিং টিমের ৮০০...

ভারতে আসছে Vivo Y1s, দাম হতে পারে ৮ হাজার টাকার কাছাকছি

চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো গত আগস্টে বাজেট রেঞ্জে Vivo Y1s কে কম্বোডিয়ায় লঞ্চ করেছিল। এবার এই ফোনটিকে ভারতে আনা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও...

শীঘ্রই ভারতে আসছে Moto G 5G এবং Moto G9 Power, জানুন দাম ও ফিচার

ইউরোপীয়ান মার্কেটে লঞ্চ করার পর মোটোরোলা এবার ভারতেও খুব শীঘ্রই আনতে চলেছে Moto G 5G এবং Moto G9 Power। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইট করে...

Yamaha MT 15 এখন পাবেন এগারোটি কালার কম্বিনেশনের বিকল্পে

MT 15 মোটরসাইকেলের জন্য Yamaha আনলো কালার কাস্টোমাইজেশন অপশান। 'কাস্টোমাইজ ইয়োর ওয়ারিয়র' (Yamaha Customize your Warrior) নামে একটি প্রোগ্রামও ইয়ামাহা এর জন্য লঞ্চ করেছে।...

আজ লঞ্চ হবে Poco M3, তার আগেই ফাঁস দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

আজ ইউরোপের মার্কেটে লঞ্চ হবে Poco M3। তবে তার আগেই এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। জনপ্রিয় টিপ্সটার ঈশান অগ্রবাল পোকো এম৩...

আজ প্রথমবার কেনা যাবে Micromax In Note 1, পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ছাড়

আজ প্রথমবার ভারতে কেনা যাবে Micromax In Note 1। দুপুর ১২ টায় Flipkart থেকে এই ফোনটির সেল শুরু হবে। প্রায় দুবছর পর এমাসের শুরুতে...