Home টেক জ্ঞান আজ ভারতে আসছে Realme X3 সিরিজ ও Realme Buds Q, সম্ভাব্য দাম...

আজ ভারতে আসছে Realme X3 সিরিজ ও Realme Buds Q, সম্ভাব্য দাম ও ফিচার জানুন

কথা মত আজ ভারতে আসছে Realme X3 সিরিজ ও Realme Buds Q ওয়্যারলেস ইয়ারফোন। একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে কোম্পানি এই ডিভাইসগুলিকে ভারতে আনছে। দুপুর ১২:৩০ মিনিট থেকে কোম্পানির ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া পেজে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এই তিনটি ডিভাইস Flipkart থেকে কেনা যাবে। আপনাকে জানিয়ে রাখি রিয়েলমি এক্স ৩ সিরিজের অন্তর্গত Realme X3 SuperZoom কে কোম্পানি ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে লঞ্চ করেছে। আবার চীনে Realme Buds Q কে লঞ্চ করেছে কোম্পানি। আসুন এদের সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন জানি।

Realme X3 ও Realme X3 SuperZoom ও Realme Buds Q সম্ভাব্য দাম :

গ্লোবাল মার্কেটে রিয়েলমি এক্স ৩ সুপারজুম দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছিল। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ইউরো, যা প্রায় ৪১,৫০০ টাকার সমান। তবে এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম এখনও জানা যায়নি। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। যদিও রিয়েলমি এক্স ৩ সম্পর্কে কোনো তথ্য এখনও সামনে আসেনি। এদিকে ভারতীয় মুদ্রায় রিয়েলমি বাডস কিউ এর দাম ১৬০০ টাকা। যদিও কোম্পানি ডিসকাউন্টে প্রায় ১,৩২০ টাকায় ইয়ারফোনটি চীনে অফার করছে। এটি হলুদ, সাদা ও কালো রঙে পাওয়া যাবে।

Realme Buds Q ফিচার :

রিয়েলমি তাদের এই নতুন বাডস কিউ ফ্রান্স ডিজাইনার Jose Levy এর সাথে মিলিয়ে বানিয়েছে। এটি ১০ মিমি ড্রাইভার্স এর সাথে এসেছে। যেটি IPX4 রেটিং প্রাপ্ত। অর্থাৎ জল ও ধুলোবালি রোধী এটি। Realme Buds Q এর ওজন ৩.৬ গ্রাম এবং এর কেস সহ ওজন ৩৫.৩ গ্রাম।

রিয়েলমি দাবি করেছে এর কেস ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে। যদিও কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এখানে করবে না।ইয়ারফোনটিতে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। এতে রিয়েলমে লিংক অ্যাপ্লিকেশন, সুপার-লো লেটেন্সি মোড, টাচ কন্ট্রোল এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট করবে। কোম্পানির দাবি অনুযায়ী, ইয়ারফোনটি ফুল চার্জে একটানা সাড়ে চার ঘন্টা গান শুনতে দেয়।

Realme X3 SuperZoom স্পেসিফিকেশন :

রিয়েলমি এক্স ৩ সুপারজুম ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১৯২০ x ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ৫জি সাপোর্টের সাথে এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এখানে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা Samsung GW1 সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/১.৮। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স যেখানে ৫এক্স অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং চতুর্থ ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরায় ৬০ এক্স সুপারজুম সাপোর্ট করে, যেখানে স্টারি মোড ও উপলব্ধ। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই।

Realme X3 সম্ভাব্য স্পেসিফিকেশন :

এই ফোনকে প্রথমবার ভারতে লঞ্চ করা হবে। এরপর ফোনটি অন্যান্য মার্কেটে উপলব্ধ হবে। রিয়েলমি এক্স ৩ এর সম্ভাব্য ফিচারের কথা বললে এতে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। আবার কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। ডুয়েল সেলফির এই ফোনে ১৬+২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ফোনটি ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লের সাথে আসবে। এতে ৪,১০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

আমাদের কে ফলো করুন

263,705FansLike
2,179FollowersFollow
67FollowersFollow

নতুন রঙে এল Royal Enfield এর Classic 350, কাল থেকে শুরু বুকিং

Royal Enfield তার Classic 350 বাইকটি নতুন দুটি রঙের বিকল্পে বাজারে আনলো। রয়্যাল এনফিল্ডের সর্বাধিক বিক্রীত মডেল হিসেবে পরিচিত...

ভারতে আসছে Trident 660 roadster, কেনা যাবে ৯৯৯৯ টাকার মাসিক কিস্তিতে

ব্রিটিশ প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা Triumph আগামী বছরের প্রথমার্ধেই Trident 660 roadster ভারতে লঞ্চ করতে চলেছে৷ ট্রায়াম্ফের ডিলারশিপে ৫০,০০০ টাকার...

Yamaha MT 15 এখন পাবেন এগারোটি কালার কম্বিনেশনের বিকল্পে

MT 15 মোটরসাইকেলের জন্য Yamaha আনলো কালার কাস্টোমাইজেশন অপশান। 'কাস্টোমাইজ ইয়োর ওয়ারিয়র' (Yamaha Customize your Warrior) নামে একটি প্রোগ্রামও...

ভারতের বাজারে এল KTM 250 Adventure মোটরবাইক, সস্তায় প্রিমিয়াম ফিচার

KTM ভারতে লঞ্চ করে দিল KTM 250 Adventure মোটরবাইক। এই অ্যাডভেঞ্চর বাইকের দাম রাখা হয়েছে ২,৪৮,২৫৬ টাকা (এক্স-শোরুম দিল্লি)।...

ডিসেম্বরে ভারতে আসছে Aprilla SXR 160 ম্যাক্সি স্কুটার, শুরু হল বুকিং

অপেক্ষার অবসান ঘটিয়ে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ভারতে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে Aprilla SXR 160 ম্যাক্সি...

আজ প্রথমবার কেনা যাবে Micromax In 1b, দাম শুরু ৬৯৯৯ টাকা থেকে

Micromax In 1b আজ প্রথমবার ভারতে সেলের জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর ১২ টায় Flipkart ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার...

Gmail ব্যবহারকারীদের জন্য সুখবর, দেখা যাবে সেন্ডারের অতিরিক্ত তথ্য

Google বর্তমানে তাদের অ্যাপগুলিতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করছে। তার মধ্যে সাম্প্রতিক লোগো পরিবর্তনের বিষয়ে ইতিমধ্যেই আপনারা অবগত। তবে লোগো ছাড়াও অ্যাপগুলিতে বিভিন্ন ফিচারও যুক্ত...

ফেসবুক ও ইনস্টাগ্রামে এল বিরাট কোহলির অবতার, কিভাবে খুজবেন

Facebook আর Instagram ভারতীয়দের কাছে অন্যতম জনপ্রিয় দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই দুই প্ল্যাটফর্মে ছবি বা ভিডিও শেয়ার করার সময়ে ফিল্টা ব্যবহার করা সুবিধা...

চোখের ক্ষতি না করেই হবে গেমিং, Samsung আনলো কার্ভড মনিটর Odyssey

সাধারণ মনিটরের তুলনায় কার্ভড মনিটরে গেমিং অভিজ্ঞতা যে অনেক বেশী সুখদায়ক, তা আমরা অল্পবেশী জানি। এতে চোখের ওপরে চাপ যেমন কম পড়ে, তেমনই দৃষ্টি...

নতুন রঙে এল Royal Enfield এর Classic 350, কাল থেকে শুরু বুকিং

Royal Enfield তার Classic 350 বাইকটি নতুন দুটি রঙের বিকল্পে বাজারে আনলো। রয়্যাল এনফিল্ডের সর্বাধিক বিক্রীত মডেল হিসেবে পরিচিত এই ক্লাসিক ৩৫০ এখন থেকে...