Redmi K20 নাকি Realme X? জেনে নিন আপনি কোনটা কিনবেন

  

ভারতের স্মার্টফোন মার্কেটের দুই চির প্রতিদ্বন্দ্বী, রেডমি ও রিয়েলমি গতসপ্তাহে তাদের মিড রেঞ্জ প্রিমিয়াম ফোন, Redmi K20 সিরিজ ও Realme X লঞ্চ করেছে। এই দুটো ফোন চীনে আগেই লঞ্চ করা হয়েছিল। Redmi K20 ফোনের ফিচারের কথা বললে এতে স্নাপড্রাগন 730 প্রসেসর, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4000mAh ব্যাটারি আছে। আবার Realme X ফোনে স্নাপড্রাগন 710 প্রসেসর, 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 3765mAh ব্যাটারি আছে। আজ এই দুই ফোনের স্পেসিফিকেশনের পার্থক্য আমরা জেনে নেবো।

ফোনদুটির মূল্যের দিক থেকে:

আমাজনে প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন

Redmi K20 এর 6জিবি র‍্যাম+ 64 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 21,999 টাকা।
Redmi K20 এর 6জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 23,999 টাকা।

Realme X এর 4জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 16,999 টাকা।
Realme X এর 8জিবি র‍্যাম+ 128জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 19,999 টাকা।

রিয়েলমি X এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 5000 টাকা কম, কিন্তু 2 জিবি র‍্যাম এর জন্য রেডমি K20 কিনবেন কিনা তা ঠিক করার আগে বাকি তুলনাগুলিও দেখে নেওয়া যাক।

ডিসপ্লে:

Redmi K20 তে রয়েছে 6.39 ইঞ্চির এইচডি+ এমলেড ডিসপ্লে, যার এসপেক্ট রেশীয় 19:5:9, এছাড়াও 403 পিপিআই এর সাথে 2.5ডি কর্নিন গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন।

Realme X এর ডিসপ্লে সামান্য বড় Redmi K20 এর তুলনায়। ফোনটিতে রয়েছে 6.53 ইঞ্চির এইচডি+ এমলেড ডিসপ্লে, যার এসপেক্ট রেশীয় 19:5:9, এছাড়াও 399 পিপিআই এর সাথে 2.5ডি কর্নিন গরিলা গ্লাসের প্রোটেকশন।

প্রসেসর:

Redmi K20 তে রয়েছে 2.2Ghz এর কোয়ালকম স্নাপড্রাগন 730 প্রসেসর, সাথে রয়েছে এড্রিনো 618 জিপিইউ।

Realme X এ রয়েছে 2.2Ghz এর কোয়ালকম স্নাপড্রাগন 710 প্রসেসর, সাথে রয়েছে এড্রিনো 616 জিপিইউ।

ক্যামেরা:

দুটি ফোনের ক্ষেত্রে ট্রিপল ক্যামেরার সুবিধা থাকলেও বেশ কিছু পার্থক্য রয়েছে ক্যামেরা লেন্সের ক্ষেত্রে।

Redmi K20: এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেল এর Sony IMX582 সেন্সর, যার অ্যাপারচার f/1.75, 2X অপটিক্যাল জুম এর সাথে f/2.4 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স ও f/2.4 অ্যাপারচারের 13 মেগাপিক্সেল 124.8° ওয়াইড এঙ্গেল লেন্স।

Realme X: 48 মেগাপিক্সেল এর sony IMX582 সেন্সর যার অ্যাপারচার f/1.75, 5 মেগাপিক্সেল এর f/2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর লেন্স।

ভিডিও রেকর্ডিং:

Redmi K20 তে থাকছে 30 এফপিএস এ 4k ভিডিও রেকর্ডিং এর সুবিধা। তাছাড়াও 30 এফপিএস ও 60 এফপিএস এ 1080পি রেকর্ডিং, 120 এফপিএস এ 1080পি স্লোমোশন রেকর্ডিং এর সুবিধা। 120 এফপিএস, 240 এফপিএস ও 960 এফপিএস এ 720পি স্লোমোশন ভিডিও রেকর্ডিং করা যাবে ফোনটিতে। ফোনটির ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এর জন্য ভিডিও রেকর্ডিং আরো সুবিধার হবে।

Realme X এও 4k ভিডিও রেকর্ড করা যাবে 30 এফপিএস এ, 1080পি এবং 720পি ভিডিও রেকর্ড করা যাবে 30 ও 60 এফপিএস এ। ফোনটি 120 এফপিএস এ স্লোমোশন ভিডিও রেকর্ডিং করতে পারবে 1080পি তে, 720পি ডিডিও রেকর্ডিং করতে পারবে 240পি ও 960 পি তে।এই ফোনটিতেও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা।

সেলফি ক্যামেরা:

Redmi K20 তে রয়েছে 20 মেগাপিক্সেল এর f/2.2 অ্যাপারচারের পপ আপ সেলফি ক্যামেরা।
Realme X এ রয়েছে 16 মেগাপিক্সেল এর f/2.2 অ্যাপারচারের পপ আপ সেলফি ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং:

Redmi K20 তে রয়েছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা যুক্ত 4000mAh এর ব্যাটারি।

Realme X এ রয়েছে 20W ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং এত সুবিধা যুক্ত 3765mAh এর ব্যাটারি।

এছাড়াও অন্যান্য ফিচার গুলির মধ্যে
● Realme X ও Redmi K20 তে অপারেটিং সিস্টেম হিসাবে যথাক্রমে রয়েছে অ্যান্ড্রয়েড পাই এর উপর তৈরি color os 6 ও miui10 আছে।
● ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে রয়েছে ফেসআনলকের ফিচার দুটি ফোনে।
● 3.5এমএম হেডফান জ্যাক রয়েছে ।
● দুটি ফোনের কোনটিতেই মাইক্র এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে না।
● Realme X ও Redmi K20 এই ডুয়াল সিম ফোন দুটিতে সাপোর্ট করে 4G Volte ও রয়েছে ব্লুটুথ 5 এর সুবিধা।

পড়ুন : আকর্ষণীয় অফারের সাথে আজ থেকেই Realme X কেনার বিরাট সুযোগ

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা Whatsapp গ্রুপে যুক্ত হোন আর সাবস্ক্রাইব করুন YouTube.

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন