5G পরিষেবার সাথে রিলায়েন্স জিও শীঘ্রই আনছে 5G ফোন

রিলায়েন্স জিও শুধু এইবছর নয়, 2020 সালের জন্যও বেশ কয়েকটি বড়ো পরিকল্পনা নিয়ে রেখেছে। এই সাল মুকেশ অম্বানিরা যেমন FTTH পরিষেবা, Jio GigaFiber লঞ্চ করেছে। তেমনি আগামী বছরে কোম্পানি 5G পরিষেবা ও ফোন নিয়ে আসতে পারে। জিও যে 5G পরিষেবা আনবে তা 2017 থেকেই শোনা যাচ্ছিলো। তবে সম্প্রতি একটি রিপোর্ট অনুসারে কোম্পানি 5G ফোনের এসেমব্লিং এর জন্য ভেন্ডারের সাথে কথা বলছে।

ফিন্যান্সিয়াল ক্রনিক্যালের একটি রিপোর্ট অনুসারে, জিও 5G স্পেকট্রাম অকশনের পর 5G পরিষেবা চালু করতে পারে। যদিও এর জন্য কোম্পানির সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরী করতে হবে। রিপোর্ট অনুসারে, জিও 5G পরিষেবার সাথে 5G ফোন ও লঞ্চ করতে পারে।

কোম্পানির 5G হ্যান্ডসেট আনার পিছনে একটাই কারণ হতে পারে, যাতে বেশি সংখ্যক গ্রাহক 5G পরিষেবার আনন্দ উপভোগ করতে পারে। কারণ এর আগে কোম্পানি 4G পরিষেবার পাশাপাশি 4G ফোনও লঞ্চ করেছিল। এইমুহূর্তে ভারতে 5G ফোন সেই অর্থে নেই। এরফলে জিও যদি 5G পরিষেবা এইমুহূর্তে নিয়েও আসে তাহলে গ্রাহকরা এই পরিষেবা গ্রহণ করতে পারবে।

পড়ুন : জিও কাল কি কি বড়ো ঘোষণা করলো, চটপট দেখে নিন

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

খবরটি ভালো লাগলে শেয়ার করুন

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন