Samsung Galaxy S20 FE 4G ফোনে থাকবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর

Samsung Galaxy S20 FE 4G gets WPC certification Reveals 4.4W Wireless Charging Support and Design

Galaxy S20 FE ফ্ল্যাগশিপ স্মার্টফোনের 5G ভার্সন লঞ্চ করার পর, Samsung এবার Galaxy S20 FE এর নয়া 4G ভার্সনের কাজে হাত লাগিয়েছে। রিপোর্ট বলছে, এক্সিনস প্রসেসরের বদলে স্যামসাং, গ্যালাক্সি এস২০ এফই স্মার্টফোনের নতুন মডেলে স্ন্যাপড্রাগন ৮৬৫+ চিপসেট ব্যবহার করবে। সপ্তাহ দুয়েক আগে ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং এন্ড টেলিকমিউনিকেশনস কমিশন বা এনবিটিসি এর ছাড়পত্র পেয়েছিল। আজ ফোনটিকে আরও একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে। ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামে ( WPC Certification) লিস্টেড হওয়ার সৌজন্যে Samsung Galaxy S20 FE এর নয়া 4G ভ্যারিয়েন্টে কত ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে সেই বিষয়ে জানা গিয়েছে।

ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রাপ্ত ছবি দেখে বলা যায় বাজারে উপলব্ধ অন্যান্য ভ্যারিয়েন্টের মতো Samsung Galaxy S20 FE একইরকম চেহারা সহ আসবে। যদিও সার্টিফিকেশন সাইটে ফোনটির ব্লু কালার ভ্যারিয়েন্টটি ছাড়পত্র পেয়েছে, তবে এর অন্যান্য কালার অপশনও থাকবে বলেও প্রত্যাশা করা যায়।

ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামের লিস্টিং থেকে জানা গিয়েছে, গ্যালাক্সি এস২০ এফই এর নতুন ৪জি ভ্যারিয়েন্টে ৪.৪ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া হ্যান্ডসেটে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই এর স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ভ্যারিয়েন্ট চলে আসার ফলে এক্সিনস ৯৯০ চিপসেটের ফোনটির পুরোনো ভার্সনের বিদায় একপ্রকার নিশ্চিত বলে এখন চর্চা চলছে। স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের অর্ন্তভুক্তির ফলে নিংসন্দেহে ফোনটির পারফরম্যান্স আরও ধারালো হয়ে উঠবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন