Samsung Galaxy Z Flip 3 এর দাম ও লঞ্চের সময় ফাঁস, থাকতে পারে S Pen সাপোর্ট

Samsung Galaxy Z flip 3 price and launch date leaked may come with s pen support
Photo Credit: LetsGoDigital

Samsung কি তাহলে আগস্টের প্রথমেই ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Flip 3 লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে? আসলে জুন বা জুলাইতে স্মার্টফোনটি লঞ্চ হতে পারে প্রাথমিক সূত্র মারফত জানা গিয়েছিল। কিন্তু আগস্টেই Galaxy Z Flip 3 বাজারে আসবে বলে এক টিপস্টার চাঞ্চল্যকর দাবি করার পর এখন জল্পনা বেড়েছে। আবার ওই টিপস্টার ডিভাইসটির দামও ফাঁস করেছেন৷ আপকামিং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ সম্পর্কে তিনি কী কী জানিয়েছেন আসুন দেখে নিই…

Samsung Galaxy Z Flip 3 : দাম ও লঞ্চের সময় (সম্ভাব্য)

টিপস্টার ট্রন -এর মতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর দাম ৯৯৯ (পায় ৭৩,০০০ টাকা ) ডলার থেকে ১০৯৯ ডলারের (প্রায় ৮০,০৭০ টাকা) মধ্যে রাখা হবে। তারপর অবশ্য নিজের টুইটের রিপ্লাইতে ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ দাম ১১৯৯ ডলার (প্রায় ৮৮,০০০ টাকা) হবে বলে ট্রন লিখেছে৷ তাঁর মতে, ফোনটি ৩ আগস্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।

Samsung Galaxy Z Flip 3 সম্পর্কে আর কী কী জানা গিয়েছে

চিনের 3C সার্টিফিকেশন সাইটে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনটিকে সম্প্রতি স্পট করা হয়েছিল। 3C লিস্টিং অনুসারে এতে সর্বোচ্চ ১৫ ওয়াট (৯ ভোল্ট, ১.৬৭  অ্যাম্পিয়ার আওয়ার) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ আবার এটি এডাপ্টিভ ফাস্ট চার্জার সহ আসবে বলে শোনা যাচ্ছে।

Galaxy Z Flip 3-এর রেন্ডার ইতিমধ্যে সামনে এসেছে। রেন্ডারে প্রত্যাশামতোই ফোনটিকে অরিজিনাল Z Flip 3-এর  মতো ক্ল্যামশেল ফোল্ডিং মেকানিজম সহ দেখা গিয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকবে। আবার হোল-পাঞ্চ কাটআউটে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়া এটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

উল্লেখ্য, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর বড়সড় পরিবর্তন দেখা যাবে এর সেকেন্ডারি ডিসপ্লেতে। অরিজিনাল ফ্লিপ-এ ১.১ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে ছিল। তবে জেড ফ্লিপ ৩ আরও বড় কভার ডিসপ্লে সহ আসবে। আবার ফোনটির ভিতরে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে। স্মার্টফোনটির সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থাকতে পারে। এছাড়া নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোল্ডিং ফোনে এস পেন স্টাইলাস (S Pen Stylus)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷