চাঁদের দখল নিচ্ছে ভারত, আগামী জুনেই চন্দ্রযান-৩ লঞ্চ করছে ইসরো

ভারতের ‘মুন ওয়াক’ ইতিহাসকে আরও সুসমৃদ্ধ করতে অবশেষে এবার মাঠে নামছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল যে, ২০২১ সালেই চাঁদের উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (Indian Space Research Organisation) বা ইসরো (ISRO)-র মহাকাশযান চন্দ্রযান-৩। কিন্তু করোনা অতিমারীর আবহে সেই অভিযান বাস্তবায়িত করা সম্ভবপর হয়নি। তবে তাই বলে বিজ্ঞানীদের লক্ষ্যে কিন্তু কোনো বিচ্যুতি ঘটেনি, উক্ত মহাকাশযানটি লঞ্চের প্রস্তুতিপর্ব এখনও জারি রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতেই সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী বছরের জুনে চাঁদের উদ্দেশ্যে উড়ে যাবে চন্দ্রযান-৩। তবে এর কোনো সুনিশ্চিত দিনক্ষণ এখনও পর্যন্ত জানা যায়নি।

আগামী জুনে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে Chandrayaan-3

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somanath) সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, চন্দ্রযান-৩ (সি-৩) আগামী বছরের জুন মাসে লঞ্চ ভেহিকেল মার্ক-৩ (এলভিএম৩)-এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। তিনি আরও বলেছেন যে, বর্তমানে চন্দ্রযান-৩ -এর সাবসিস্টেম রিয়েলাইজেশন এবং কনফিগারেশন চূড়ান্ত করার জন্য জোরকদমে কাজ করছে ইসরো। দীর্ঘদিন ধরেই এই মহাকাশযান উৎক্ষেপণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। তাই কোভিড-১৯ -এর দরুন লকডাউন চলাকালীন সময়ও ওয়ার্ক ফ্রম হোমে থেকেই চন্দ্রযান-৩ সংক্রান্ত যেসব কাজ করা সম্ভব, সেই সবকিছুই করেছেন ইসরোর সকল কর্মী। সেক্ষেত্রে এবার অবশেষে করোনা মহামারী সহ যাবতীয় বাধাবিপত্তি কাটিয়ে চন্দ্রযান-৩ -এর উৎক্ষেপণের কাজ সফলভাবে সম্পন্ন করা যাবে বলেই আশাবাদী সোমনাথ।

Chandrayaan-2 -এর ক্ষত দূর করতে Chandrayaan-3 -কে নিয়ে আশায় বুক বেঁধেছে ভারত

উল্লেখ্য যে, সর্বপ্রথম ২০০৮ সালে লঞ্চ করা হয়েছিল প্রথম চন্দ্রযান। ইসরো কর্তৃক প্রেরিত এই মহাকাশযানটি সেবছর চাঁদের বুকে জলের অস্তিত্ব সহ আরও অনেক চাঞ্চল্যকর জিনিস খুঁজে পেয়েছিল। এরপর ২০১৯ সালে চাঁদের যে অংশ অন্ধকার, সেই দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বিস্তর গবেষণার জন্য এক জটিল মিশনে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয় চন্দ্রযান-২ (সি-২)। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ল্যান্ডার ‘বিক্রম’ ভেঙে পড়ে চাঁদের মাটিতে। তবে অরবিটার কিন্তু এখনও সচল রয়েছে, এবং সেটি বর্তমানে চন্দ্রপৃষ্ঠের পাশাপাশি সৌরজগতের উপরেও নজরদারি চালাচ্ছে। সেক্ষেত্রে চন্দ্রযান-২ -এর এই ব্যর্থতাকে মুছে দিতেই সি-৩ -কে হাতিয়ার করে নতুন করে আশায় বুক বেঁধে চন্দ্রজয়ের স্বপ্ন দেখছে ভারত।

আসন্ন চন্দ্রাভিযানকে সফল করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ISRO

চন্দ্রযান-৩ সম্পর্কে এস সোমনাথ জানিয়েছেন যে, সি-৩ -কে একদম পাকাপোক্ত তথা মজবুতভাবে গড়ে তোলার জন্য চলতি সময়ে সবরকম পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ISRO। এটির নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি দেশের প্রথিতযশা বিজ্ঞানীদের সাহায্য নেওয়া হচ্ছে। চন্দ্রযান-২ -এর মতো কনফিগারেশন থাকলেও চন্দ্রযান-৩ -কে কিন্তু সি-২ -এর রেপ্লিকা (প্রতিরূপ) বলা যাবে না। তবে চন্দ্রযান-২-এর অরবিটার যেহেতু এখনও চাঁদকে প্রদক্ষিণ করছে, তাই আলাদা করে এবারে আর নতুন কোনো অরবিটার পাঠানো হবে না। জানা গিয়েছে যে, নতুন চন্দ্রযানে কেবল ল্যান্ডার, রোভার থাকবে। সেক্ষেত্রে এবার চন্দ্রযান-৩ -কে হাতিয়ার করে ভারত সত্যি সত্যিই এক বিরল নজির গড়তে পারবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

55 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

56 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago