Chandrayaan-3: চাঁদে অবতরণের সময় বদলাচ্ছে চন্দ্রযান ৩, স্মার্টফোন থেকে লাইভ কখন ও কীভাবে দেখবেন

সোমবার ভারতীয় স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ISRO (ইসরো) জানিয়েছে, যদি Chandrayaan-3 (চন্দ্রযান ৩)-এর ল্যান্ডার মডিউলে...
techgup 22 Aug 2023 1:54 PM IST

সোমবার ভারতীয় স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ISRO (ইসরো) জানিয়েছে, যদি Chandrayaan-3 (চন্দ্রযান ৩)-এর ল্যান্ডার মডিউলে কোনোরকম সমস্যা দেখা দেয়, তাহলে এটি আগামী ২৩শে আগস্টের পরিবর্তে ২৭শে আগস্ট চন্দ্রপৃষ্ঠে নামতে পারে। ইসরো আমেদাবাদের ডিরেক্টর নিলেশ এম দেশাই বলেছেন যে, ল্যান্ডার মডিউল এবং চাঁদের অবস্থার উপর ভিত্তি করে ল্যান্ডিং সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশাই আরো বলেছেন যে, "২৩ শে আগস্ট চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করবে কিনা সেটি আমরা ল্যান্ডার মডিউল এবং চাঁদের অবস্থার উপর ভিত্তি করে ল্যান্ডিং-এর দুই ঘণ্টা আগে সিদ্ধান্ত নেব। যদি কোনো কারণে অবস্থা প্রতিকূল বলে মনে হয়, তাহলে আগামী ২৭শে আগস্ট চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করবে।"

ইসরোর চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের চেয়ারম্যান এস সোমনাথ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (বিজ্ঞান, প্রযুক্তি, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রী ) জিতেন্দ্র সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে জানান চন্দ্রযান ৩-এর সিস্টেম সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করছে এবং বুধবার ল্যান্ডিংয়ের সময় আশা করা যায় কোনো দুর্ঘটনা ঘটবে না। তবুও, আগামী দুই দিন চন্দ্রযানের উপর প্রতিনিয়ত নজরদারি করা হবে।

বৈঠকের সময় মন্ত্রী জিতেন্দ্র সিং, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং-এর বিষয়ে আস্থা প্রকাশ করে বলেছেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় গ্রহ অনুসন্ধানের ক্ষেত্রেও এক নতুন ইতিহাস রচনা হবে।

ইসরো জানিয়েছে যে, চন্দ্রযান ৩ আগামী ২৩ শে আগস্ট ২০২৩-এ সন্ধ্যা প্রায় ৬টা ৪ মিনিটে চাঁদে ল্যান্ড করতে চলেছে। আর ওইদিন বিকেল ৫টা ২৭ মিনিট থেকে এই ঘটনাটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ইসরোর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং পাবলিক ব্রডকাস্টার ডিডি ন্যাশনাল টিভিতে।

উল্লেখ্য, চন্দ্রযান-২ মিশন আংশিক সফল ছিল, হার্ড ল্যান্ডিংয়ের পর এর ল্যান্ডারটি যোগাযোগ হারিয়েছিল। তবে এবার ইসরো সফলভাবে চন্দ্রযান-৩ ল্যান্ডার মডিউলের সাথে এখনো কক্ষপথে ঘুরতে থাকা চন্দ্রযান-২ অরবিটারের দ্বিমুখী যোগাযোগ (Two Way Connection) স্থাপন করেছে। আর আজ ইসরো, Chandrayaan-3-এর ক্যাপচার করা চাঁদের দূরবর্তী এলাকার কিছু ছবিও শেয়ার করেছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী চতুর্থতম দেশ হলেও, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী একমাত্র ও প্রথম দেশ হতে চলেছে।

Show Full Article
Next Story
Share it