Humanoid Robot: বিজ্ঞানের নতুন কীর্তি, মানুষের মস্তিষ্ক দিয়ে চালিত হবে রোবট

মানুষের বুদ্ধিমত্তার সাথে এআইয়ের বুদ্ধিমান সত্তার কোনো মিল হয় না। এআই যতই উন্নত হোক না কেন এটি কখনোই মানুষের বুদ্ধিমত্তার স্তরের কাছে পৌঁছতে পারবে না।…

মানুষের বুদ্ধিমত্তার সাথে এআইয়ের বুদ্ধিমান সত্তার কোনো মিল হয় না। এআই যতই উন্নত হোক না কেন এটি কখনোই মানুষের বুদ্ধিমত্তার স্তরের কাছে পৌঁছতে পারবে না। তাই চীনের তিয়ানজিন ইউনিভার্সিটির একদল গবেষক মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করে তৈরি করেছেন হিউম্যানয়েড রোবট। গবেষকদের মতে এই হিউম্যানয়েড হাইব্রিড রোবট বুদ্ধিমত্তার পথ প্রশস্ত করতে পারে।

নিউ এটলাসের রিপোর্ট অনুযায়ী, এই যুগান্তকারী রোবটটিকে “ব্রেন অন আ চিপ” হিসেবে বর্ণনা করা যেতে পারে। আর এই রোবটে ব্যবহৃত কোষগুলিকে একটি ইলেক্ট্রোডের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা হয়েছে, যা রোবটকে তথ্য প্রক্রিয়া করতে এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম করে। পাশাপাশি, এটিকে চারপাশের বস্তু নেভিগেট করা থেকে শুরু করে যেকোনো জিনিস আঁকড়ে ধরার মতো কাজ করার অনুমতিও প্রদান করে।

এই হিউম্যানয়েড রোবটটি বিশ্বের প্রথম ‘ওপেন সোর্স ব্রেন-ওন চিপ ইন্টেলিজেন্ট কমপ্লেক্স ইনফরমেশন ইন্টারেকশন সিস্টেম’, যা সাধারণ রোবটগুলির থেকে অনেকটা আলাদা। কারণ সাধারণ রোবট কেবল আগে থেকে ইনপুট করা তথ্যগুলিতে সাড়া দিয়ে থাকে। তবে এই নতুন রোবটটি তার মস্তিষ্কের ইমপ্লান্ট ব্যবহার করে পরিবেশের সাথে খাপ খাইয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সক্ষম।

গবেষকদের মতে, এই নতুন রোবটে ব্যবহৃত মানব মস্তিষ্কের কোষগুলি রোবটকে বিভিন্ন বাধা বিপত্তি এড়াতে, নিজের লক্ষ্যে স্থির থাকতে এবং আশেপাশের বস্তুগুলোকে উপলব্ধি করার জন্য হাত-পায়ের সঞ্চালনাতেও সাহায্য করবে, তবে এটি কেবল ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং সেন্সরি ইনপুটগুলির মাধ্যমে কাজ করবে।

গবেষকদের মতে, এই নতুন ডেভেলপমেন্ট জীবন বিজ্ঞান অথবা প্রযুক্তির সাধারণ আবিষ্কারের থেকে অনেক বেশি। কারণ, এআই প্রথাগত সিস্টেমের অ্যালগরিদম এবং ডেটা প্রক্রিয়াকরণ ক্ষমতার উপর নির্ভর করে কাজ করে। তবে মানুষের মস্তিষ্কের কোষের উপর নির্ভরশীল এই ডিভাইসটির শেখার গতি অনেক বেশি এবং কম ক্ষমতা প্রয়োগ করে এটি অনেক বেশি কাজ করতে সক্ষম।