ISRO: পাবেন সঠিক আবহাওয়ার আপডেট, মহাকাশে নতুন কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে ইসরো

গত বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো, চন্দ্রযান ৩ উৎক্ষেপণ এবং আদিত্য এল১-এর মতো প্রজেক্টে সফলতা লাভ করেছে। আর এই বার...
techgup 11 Feb 2024 11:38 PM IST

গত বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো, চন্দ্রযান ৩ উৎক্ষেপণ এবং আদিত্য এল১-এর মতো প্রজেক্টে সফলতা লাভ করেছে। আর এই বার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) নতুন বছরের শুরুতেই একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে, আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য ISRO ফেব্রুয়ারি মাসেই মহাকাশে INSAT-3DS নামের কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে।

ইসরোর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সকাল সাড়ে পাঁচটা নাগাদ পেল্লাই GSLVF14 রকেটে করে কৃত্রিম উপগ্রহ INSAT-3DS-কে মহাকাশে প্রেরণ করা হবে।

এই INSAT-3DS হল ভারতের তৃতীয় প্রজন্মের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ। যা তৈরি থেকে উৎক্ষেপনের জন্য যাবতীয় অর্থ প্রদান করেছে আর্থ সায়েন্স মন্ত্রক। আবহাওয়ার সম্পর্কে আগাম সঠিক তথ্য জানানোর জন্য INSAT-3DS-কে মহাকাশে পাঠানো হচ্ছে। এই কৃত্রিম উপগ্রহটি যেমন জলবায়ুর গতিপ্রকৃতির দিকে নজর রাখবে, সেই সঙ্গে আগাম দুর্যোগের বার্তা দিতেও স্থলভাগ, সাগর ও মহাসাগরের উপরও নজরদারি চালাবে।

ISRO-এর এই মিশনের উদ্দেশ্য কি?

  • পৃথিবীর পৃষ্ঠ নিরীক্ষণ করার জন্য, আবহাওয়া সংক্রান্ত বিষয়, স্থলভাগ, সাগর ও মহাসাগরের উপর নজর রাখা।
  • বায়ুমণ্ডলের এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান করা।
  • ডেটা কালেকশন প্ল্যাটফর্ম (DCPs) থেকে ডেটা সংগ্রহ এবং ডেটা প্রচারের ক্ষমতা প্রদান করা।
  • স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করা।

ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনে ইন্ডিয়া মেটিওরোলজি ডিপার্টমেন্ট (আইএমডি), ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং (এনসিএমআরডব্লিউএফ), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (আইআইটিএম), ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি (এনআইওটি), ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS)-এ উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য INSAT-3DS স্যাটেলাইট ডেটা ব্যবহার করবে।

Show Full Article
Next Story