Chandrayaan-3: চাঁদকে কাছ থেকে কেমন দেখতে লাগে? ছবি পাঠালো চন্দ্রযান ৩

খুব শীঘ্রই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩ (Chandryaan-3)। চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে বিক্রম ল্যান্ডারের (Vikram...
techgup 20 Aug 2023 10:33 AM IST

খুব শীঘ্রই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চলেছে চন্দ্রযান ৩ (Chandryaan-3)। চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে বিক্রম ল্যান্ডারের (Vikram Lander) বোর্ডে থাকা ক্যামেরাগুলি, পৃথিবীর সাথে চাঁদের একটি ছবি এবং ভিডিও ক্যাপচার করে পাঠিয়েছে। আর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসন (Indian Space Research Organisation) বা ISRO এক্স অর্থাৎ টুইটারে সেই ছবি ও ভিডিওগুলি সকলের সাথে ভাগ করে নিয়েছে।

ওই ছবিগুলির ক্যাপশনে ISRO লিখেছে যে, "১৭ই আগস্ট ২০২৩-এ প্রপালসন মডিউল থেকে ল্যান্ডার মডিউল আলাদা হওয়ার ঠিক পরেই ল্যান্ডার ইমেজ (LI) ক্যামেরা ১ থেকে ছবি এবং ভিডিওগুলি তোলা হয়েছে।"

এক্স (টুইটার)-এর অন্য একটি পোস্টে ভারতীয় মহাকাশ সংস্থা চলতি সপ্তাহের শুরুতে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (এলপিডিসি) দ্বারা ক্যাপচার করা কিছু ছবি শেয়ার করেছে। যে ছবিগুলিতে খুব কাছ থেকে চাঁদের পর্যায়ক্রমিক অবস্থাগুলি দেখা গেছে।

ভারতীয় মহাকাশ সংস্থা ছবিগুলি শেয়ার করে জানিয়েছে যে, চন্দ্রযান-৩ ডিবুস্টিং ম্যানুভার ব্যবহার করে নিজের কক্ষপথ হ্রাস করে চাঁদের কাছাকাছি পৌঁছেছে, এটা মূলত চাঁদের কক্ষপথের একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য মহাকাশযানের গতি কমিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। আর এরপর চাঁদের কক্ষপথে স্থান নির্দিষ্ট করার পর বিজ্ঞানীরা চাঁদের মেরুতে চন্দ্রযান ৩ অবতরণের চেষ্টা করবেন।

Show Full Article
Next Story