PSLV-C56: নতুন মিশনে রওনা দেবে রকেট, তাই রবিবারেও ছুটি নেই ISRO-র, জেনে নিন বিশদ

সাম্প্রতিক বছরগুলিতে ভারত প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে। প্রায়শই ডিজিটাল ইন্ডিয়ার কোনো না কোনো চমকপ্রদ কীর্তির কথা শোনা যাচ্ছে। তবে একইসাথে এগোচ্ছে এদেশের বিজ্ঞানও।…

সাম্প্রতিক বছরগুলিতে ভারত প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে। প্রায়শই ডিজিটাল ইন্ডিয়ার কোনো না কোনো চমকপ্রদ কীর্তির কথা শোনা যাচ্ছে। তবে একইসাথে এগোচ্ছে এদেশের বিজ্ঞানও। মাত্র কয়েকদিন আগেই মহাজাগতিক বিষয় চাঁদকে ছোঁয়ার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, চন্দ্রযান-৩ (Chandrayaan-3) লঞ্চ করেছে যার সাফল্যের প্রতীক্ষায় দিন গুনছেন ভারতের বিজ্ঞানীমহল থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে এখানেই থেমে না থেকে মানে ‘চন্দ্রযান-৩ মিশন’ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথা ISRO, আগামীকাল অর্থাৎ ৩০শে জুলাই আরও একটি গুরুত্বপূর্ণ মিশনের দিকে এগোনোর প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এই রবিবার ছুটির দিনে ISRO তার পরবর্তী (পড়ুন ৫৬তম) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV) বা PSLV-C56 উৎক্ষেপণ করবে। এই নতুন মিশনটির মাধ্যমে DS-SAR স্যাটেলাইট প্রাইমারী ফোকাসসহ সাতটি রকেট মহাকাশে পাঠানো হবে বলে নিশ্চিত হয়েছে। উদ্দেশ্য বিভিন্ন সংস্থার উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা মেটানো এবং মহাকাশের অন্যান্য তথ্য সংগ্রহ করা। আসুন এখন ISRO-র PSLV-C56 মিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই।

কাল লঞ্চ হচ্ছে PSLV-C56

পিএসএলভি-সি৫৬, প্রাথমিকভাবে এটি গত ২৬শে জুলাই লঞ্চ হওয়ার কথা ছিল, তবে মিশনের দিন বদল হয়। এখন, আগামীকাল অর্থাৎ ৩০শে জুলাই, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ সেন্টার থেকে রকেটটি উড়ে যাবে। এর লঞ্চের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ছয়টা। সেক্ষেত্রে আপনি চাইলে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের কেরামতি সচক্ষে দেখতে পারবেন – ইসরোর অফিসিয়াল ইউটিউব (YouTube) অ্যাকাউন্ট, ফেসবুক (Facebook), টুইটার (Twitter), ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে সকাল ৬টা থেকে এর লাইভ স্ট্রিমিং শুরু হবে।

PSLV-C56 Mission: DS-SAR স্যাটেলাইটের বিশদ বিবরণ

পিএসএলভি-সি৫৬ মিশনের ডিএস-সার স্যাটেলাইটটি নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর সাথে চুক্তিতে, এসটি (ST) ইঞ্জিনিয়ারিং ও ডিএসটিএ (DSTA)-এর সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে; এটি মূলত সিঙ্গাপুর সরকারের প্রতিনিধিত্ব করবে। জানিয়ে রাখি, পিএসএলভির ৫৬তম মিশনের এই স্যাটেলাইট রকেটটি ৫৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের নিকটবর্তী নিরক্ষীয় (near-equatorial) কক্ষপথে চালু হবে। এর ওজন ৩৬০ কেজি। প্রসঙ্গত উল্লেখ্য, পিএসএলভি-সি৫৬ মিশনে ডিএস-সার স্যাটেলাইটের সহযাত্রী হিসেবে আরও ৬টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এই হাফ ডজন স্যাটেলাইটের প্রত্যেকটির আলাদা আলাদা ডিজাইন, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য রয়েছে।

যেমন, এই স্যাটেলাইটগুলির মধ্যে থাকছে ২৩ কেজি ওজনের ভেলোক্স-এএম (VELOX-AM ) টেকনোলজি ডেমনস্ট্রেশন মাইক্রোস্যাটেলাইট বা পরীক্ষামূলক উপগ্রহ, ডেমোনস্ট্রেটর পেলোড প্রযুক্তি বিশিষ্ট স্কুব-২ থ্রি ইউ (SCOOB-II 3U) ন্যানো স্যাটেলাইট, নুস্পেস (NuSpace) নির্মিত নিরবিচ্ছিন্ন আইওটি (IoT) কানেকশনের জন্য নুলিয়ন (NuLIon) স্যাটেলাইট-উন্নত থ্রি ইউ ন্যানোস্যাটেলাইট, নিম্ন কক্ষপথের জন্য গালাসিয়া-২ (Galassia-2) থ্রি ইউ ন্যানোস্যাটেলাইট, আন্তর্জাতিক সহযোগিতায় নির্মিত ওআরবি-১২ স্ট্রিডার (ORB-12 STRIDER) ইত্যাদি।

PSLV-C56 Mission-এর উদ্দেশ্য

যেমনটা শুরুতেই বলেছি, ৭টি কৃত্রিম স্যাটেলাইট বিশিষ্ট ইসরো পিএসএলভি-সি৫৬ মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল সিঙ্গাপুরের বিভিন্ন সরকারী সংস্থার স্যাটেলাইট ইমেজের চাহিদা পূরণ করা। এক্ষেত্রে ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI)-র তৈরি করা ডিএস-সার বা মূল স্যাটেলাইটটি দিন-রাত বা সমস্ত রকম আবহাওয়ায় চিত্তাকর্ষক ছবি তুলতে সক্ষম বলে জানা গিয়েছে। এমতাবস্থায় একবার এই রকেট উৎক্ষেপণ তথা মিশন সফল হলে আন্তর্জাতিক স্তরে ইসরোর ক্ষমতা ও সহযোগিতা দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হবে।