Mars Livestream: প্রথমবার মঙ্গল গ্রহ থেকে করা হল লাইভ স্ট্রিমিং, পৃথিবী থেকে দেখা গেল ১৭ মিনিট পরে

মঙ্গল গ্রহের প্রতিটি ছবি প্রায় ৩০০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে পৌঁছাতে ১৭ মিনিটের কাছাকাছি সময় নিয়েছে

ফের বিজ্ঞানীদের জয়জয়কার। ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রথমবার মঙ্গল গ্রহ থেকে ভিডিও লাইভ স্ট্রিমিং (MARS Livestream) করতে সমর্থ হয়েছে। মার্স এক্সপ্রেস মহাকাশযানের মাধ্যমে আমরা লাল গ্রহের বিভিন্ন অংশ দেখতে পেয়েছি। আশ্চর্যজনকভাবে, মঙ্গল গ্রহের প্রতিটি ছবি প্রায় ৩০০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীতে পৌঁছাতে ১৭ মিনিটের কাছাকাছি সময় নিয়েছে এবং গ্রাউন্ড স্টেশনগুলি অতিক্রম করতে আরও এক মিনিট সময় নিয়েছে। ছবিগুলো ধারণ করেছে মার্স এক্সপ্রেসের ভিজ্যুয়াল মনিটরিং ক্যামেরা (ভিএমসি), যা ওয়েবক্যাম হিসেবে কাজ করে।

ফুটেজে প্রথমে মঙ্গল গ্রহের প্রায় এক তৃতীয়াংশ দেখা গেছে, যা ধীরে ধীরে ফ্রেমে বড় হয়ে ওঠে এবং সঙ্কুচিত হওয়ার আগে মহাকাশযান আবার গ্রহটিকে প্রদক্ষিণ করে। কিছু ছবিতে সাদা মেঘও স্পষ্ট দেখা গেছে। মার্স এক্সপ্রেস ২০ বছর ধরে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রদক্ষিণ করছে।

আপনিও দেখুন সেই ভিডিও

ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলেছে, ‘মার্স এক্সপ্রেস আগের চেয়ে বেশি কাজ করছে এবং প্রত্যাশা ছাড়িয়ে গেছে।’ মিশনের স্পেসক্রাফট অপারেশন ইঞ্জিনিয়ার সাইমন উড অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ছবি ও অন্যান্য তথ্য সাধারণত মহাকাশযানে সংরক্ষণ করা হয় এবং পরে পৃথিবীতে প্রেরণ করা হয়।

২০০৩ সালের ২ জুন উৎক্ষেপণ করা মহাকাশযানটির উদ্দেশ্য ছিল মঙ্গলের ভূতত্ত্ব, জলবায়ু এবং বায়ুমণ্ডল সম্পর্কে জানানো। এর রাডার ডিভাইস, MARSIS, গ্রহের পৃষ্ঠের নীচে এবং উপরে জলের বরফ সনাক্ত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। মিশনটি কমপক্ষে ২০২৬ সাল পর্যন্ত মঙ্গলে অন্বেষণ চালিয়ে যাবে।