YoBykes বাজার কাঁপাতে দুর্দান্ত হাই-স্পিড ই-স্কুটার আনল, ফুল চার্জে যাবে 100 কিমি

ইলেকট্রিক স্কুটারের বিষয়ে যারা একটু খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, বাজারে যখন ওলা-এথারদের দাপট ছিল না। অর্থাৎ বৈদ্যুতিক দু’চাকা গাড়ির বাজার খুব ছোট ছিল, তখন খুব জনপ্রিয়তা অর্জন করেছিল ইয়োবাইকস (YoBykes)-এর বিভিন্ন লো-স্পিড মডেল। তবে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবার স্টাইলিশ দেখতে হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে তারা। নয়া মডেলটির নাম Trust-Drift Hx। যার নামের মধ্যেই ভরসা এবং গতির আভাস লুকিয়ে রয়েছে।

YoBykes আনল Trust-Drift Hx ইলেকট্রিক স্কুটার

সংস্থার সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটারের লাইনআপে এটি নতুন সদস্য। সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে বলে দাবি করেছে ইয়োবাইক। এতে ২,৫০০ ওয়াট বিএলডিসি হাব মোটর দেওয়া হয়েছে। স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩ সেকেন্ডে এবং ০-৬৫ কিমি/ঘন্টার গতি ৭ সেকেন্ডে ওঠাতে পারবে। আর টপ স্পিড ঘন্টা প্রতি ৬৫ কিলোমিটার।

শক্তির উৎস হিসেবে YoBykes Trust-Drift Hx-এ দেওয়া হয়েছে একটি ২.৬৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি বাড়িতে চার থেকে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে উপস্থিতি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার সুইংআর্ম শক অ্যাবজর্বার। ১২ ইঞ্চি টিউবলেস টায়ারে ছুটবে মডেলটি। কার্ব ওয়েট ৯৫ কেজি এবং ওজন বহনের ক্ষমতা ১৫০ কেজি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি।

YoBykes Trust-Drift Hx-এ বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে উপস্থিত কম্বি ব্রেকিং, অটো হেডল্যাম্প, রিভার্স মোড, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, থ্রি-ইন-ওয়ান লকিং সিস্টেম ইত্যাদি। নতুন আর্থিক বছর থেকে বিক্রি শুরু হবে। দাম তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

উচ্চগতির নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্রসঙ্গে ইয়োবাইক-এর কর্ণধার বলেন, “আসন্ন আর্থিকবর্ষে YoBykes ধীর এবং উচ্চগতির একঝাঁক বৈদ্যুতিক যান বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ইলেকট্রিক টু হুইলার শিল্পে আমরা নতুন বেঞ্চমার্ক তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছি। যাতে ইকো ফ্রেন্ডলি ভবিষ্যত গড়ে তোলা যায়।”