শীঘ্রই দেশে চালু হবে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা, উপগ্রহ পাঠাতে ২০০০ কোটি টাকা নিচ্ছে ইসরো

খুব শীঘ্রই Bharti গ্রপের মালিকানাধীন কোম্পানি Oneweb ভারতে স্যাটেলাইট নির্ভর উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবার সূচনা করবে বলে আশা করা যেতে পারে। বলে রাখি, এর জন্য কোম্পানিটি বেশ কয়েকদিন আগেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বাণিজ্যিক সহযোগী, এনএসআইএল (NSIL) অর্থাৎ নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের সাথে হাত মিলিয়েছিল। খবর পাওয়া গিয়েছিল যে, ISRO-র সঙ্গে জুটি বেঁধে Oneweb পৃথিবীর নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে বেশ কয়েকটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্রেরণ করবে। এর সুবাদে সংস্থাটি পৃথিবীর নিম্ন-কক্ষপথে ৬৪৮ টি কৃত্রিম উপগ্রহ সংস্থাপনের লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই সাফল্য পাবে, যা স্যাটেলাইট নির্ভর হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের জন্য খুবই জরুরি। এরমধ্যে গতকালই ISRO ভোরে Oneweb-এর জন্য ৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ফলে আপামর দেশবাসী যে নিশ্চিতভাবে অদূর ভবিষ্যতে Oneweb-এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে সক্ষম হবেন, সেকথা বলাই বাহুল্য।

Oneweb-এর জন্য মোট ৭২ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO

প্রসঙ্গত জানিয়ে রাখি, ওয়ানওয়েব হল একটি গ্লোবাল কানেকশন নেটওয়ার্ক, যা ৬৪৮ টি লো-আর্থ অরবিট বা এলইও (LEO) স্যাটেলাইটের একটি গ্রুপ দ্বারা পরিচালিত হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে পৃথিবীর নিম্ন-কক্ষপথে ৬৪৮ টি কৃত্রিম উপগ্রহ সংস্থাপনের লক্ষ্যমাত্রাকে পূরণ করতেই একজোট হয়েছে ইসরো এবং ওয়ানওয়েব। উল্লেখ্য যে, লো-আর্থ অরবিটে ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড ২ টি সার্ভিস কন্ট্র্যাক্ট স্বাক্ষর করেছে ওয়ানওয়েবের সাথে। চুক্তি অনুযায়ী, ইসরো ওয়ানওয়েবের জন্য দুটি উৎক্ষেপণ পরিচালনা করবে, যার সুবাদে কোম্পানির তারামণ্ডল বা নক্ষত্রপুঞ্জে মোতায়েন হবে মোট ৭২ টি উপগ্রহ। এই উপগ্রহগুলি ওয়ানওয়েবের তারামণ্ডলটিকে সম্পূর্ণ করতে সহায়তা করবে, যার সুবাদে ভারতবাসী সংস্থার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে সক্ষম হবেন।

৭২ টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ISRO-কে ২,০০০ কোটি টাকা দেবে Oneweb

বলে রাখি, ওয়ানওয়েবের জন্য প্রায় ১০% উপগ্রহ ইসরো কর্তৃক উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ভারতী গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টর শ্রাভিন মিত্তল (Shravin Mittal)। সেক্ষেত্রে আগেই বলেছি যে, ওয়ানওয়েবের জন্য মোট ৭২ টি উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো, যার মধ্যে ৩৬ টি ইতিমধ্যেই গত রবিবার মহাকাশে পাঠানো হয়ে গিয়েছে। আর আইএএনএস (IANS)-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওয়ানওয়েব ২০২৩ সালের জানুয়ারিতে আরও ৩৬ টি উপগ্রহ মহাকাশে প্রেরণ করার জন্য ইসরোর এলভিএম৩ (LVM3) রকেট ব্যবহার করবে। উল্লেখ্য যে, মোট ৭২ টি উপগ্রহ উৎক্ষেপণের জন্য ভারতী গ্রপের মালিকানাধীন কোম্পানিটি ইসরোকে ২,০০০ কোটি টাকা দেবে বলে জানা গিয়েছে। এর মধ্যে গত রবিবার ৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইতিমধ্যেই ইসরোর খাতে জমা পড়ে গিয়েছে ১,০০০ কোটি টাকা, এবং আগামী বছরের জানুয়ারিতে আরও ৩৬ টি স্যাটেলাইট লঞ্চের কাজ সম্পন্ন করতে পারলেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটিকে বাকি বকেয়া টাকা দিয়ে দেবে ওয়ানওয়েব।

খুব শীঘ্রই এদেশে মিলতে পারে Oneweb-এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা

প্রসঙ্গত জানিয়ে রাখি, নিজেদের ব্যবসায়িক কার্যকলাপকে আরও এগিয়ে নিয়ে যেতে ২০২৩ সালের এপ্রিল বা মে মাসের মধ্যে ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট কমিউনিকেশনস (Eutelsat Communications)-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছে Oneweb। উল্লেখ্য যে, এই মুহূর্তে Oneweb-এর পক্ষ থেকে ৪৬২ টিরও বেশি উপগ্রহ ইতিমধ্যেই এলইও-তে পৌঁছেছে। অর্থাৎ, Bharti গ্রপের মালিকানাধীন কোম্পানিটি পৃথিবীর নিম্ন-কক্ষপথের উদ্দেশ্যে যে ৬৪৮ টি স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নিয়েছিল, তার ৭০ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতে সংস্থাটির স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা লঞ্চ হতে আর খুব বেশি সময় লাগবে না বলেই ধরে নেওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, নানাবিধ কাজে এই সার্ভিসকে ব্যবহার করা যেতে পারে। কৃষিক্ষেত্র, বনজ এবং খনিজ সম্পদের ডেটা অ্যানালিটিক্স সহ আরও নানান কাজের পাশাপাশি মূলত টেলিকম সংস্থাগুলিকে তাদের স্থলজ (terrestrial) নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে সাহায্য করবে এই কানেক্টিভিটি।