SUV নাকি Sedan? Xiaomi-এর প্রথম স্মার্ট ইলেকট্রিক গাড়ির দামই বা কত হবে? জেনে নিন

খবরটা খুব চমকের সাথে এসেছিল এমনটা কিন্তু নয়। Xiaomi যে ইলেকট্রিক গাড়ির ব্যবসায় পা রাখবে, তা নিয়ে বিগত দুই-তিন মাস ধরে মৃদু গুঞ্জন চলছিল। অবশেষে ৩০ মার্চ সরকারিভাবেই শাওমির পক্ষ থেকে ঘোষণাটি আসে। শাওমি জানায়, সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী সংস্থার মাধ্যমে তারা বৈদ্যুতিন গাড়ির ব্যবসা পরিচালনা করবে। কোম্পানি প্রাথমিক ভাবে বৈদ্যুতিক গাড়ি ব্যাবসার জন্য গঠিত সহযোগী প্রতিষ্ঠানে ১০ বিলিয়ন ইউয়ান (১.৫ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে এবং আগামী দশ বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে ১০ বিলিয়ন মার্কিন ডলার। শাওমি গ্রুপের সিইও লেই জুন আবার বলছেন, শাওমির প্রথম বৈদ্যুতিন গাড়ি সেডান বা এসইউভি রূপে বাজারে আসতে পারে, এবং এটির দাম হতে পারে ১ লক্ষ ইউয়ান থেকে ৩ লক্ষ ইউয়ান (১১ লক্ষ টাকা থেকে ৩৪ লক্ষ টাকা)।

মূলত লেই জুন Weibo -তে একটি সার্ভের ওপর ভিত্তি করে এসইউভি বা সেডান গাড়ি হিসেবে শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ির উৎপাদনের ঘোষণা করেছেন। ওপিনিয়ন পোলে Weibo ব্যবহারকারীদের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, তারা কী ধরনের শাওমি গাড়ি চাইছেন? জুনের কথায়, ৪৫ শতাংশ ভোট গিয়েছে সেডান গাড়ির দিকে এবং ৪০% শতাংশ মানুষ শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি হিসেবে এসইউভি মডেল দেখতে চেয়েছেন।বাকি ভোট পড়েছে স্পোর্টস এবং RV (Recreational Vehicle) এর ওপর।

সার্ভের অন্যতম লক্ষ্য ছিল, শাওমির প্রথম স্মার্ট ইলেকট্রিক গাড়ির সম্ভাব্য দাম নিয়ে মানুষের মতামত জানা। ইউজারদের সিংহভাগ বলেছেন, গাড়ির দাম ১ লক্ষ ইউয়ানের (প্রায় ১১ লক্ষ টাকা) কম রাখা উচিত এবং খুব সমখ্যক মানুষ ৩ লক্ষ ইউয়ানের (প্রায় ৩৪ লক্ষ টাকা) বেশি দামের পক্ষে রায় দিয়েছেন। এই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতে, জুন ঘোষণা করেছেন যে শাওমির ইলেকট্রিক গাড়ির দাম ১ লক্ষ ইউয়ান থেকে ৩ লক্ষ ইউয়ান (১১ লক্ষ টাকা থেকে ৩৪ লক্ষ টাকা) এর মধ্যে হবে।

গাড়ি শাওমি নিজস্ব ব্র্যান্ডিংয়ের অধীনে আনবে নাকি ভিন্ন নাম ব্যবহার করবে। সার্ভেতে এমন প্রশ্নও রাখা হয়েছিল। প্রশ্নাতীত ভাবে ৬৩ শতাংশ মানুষ শাওমি নামের সাথেই ইলেকট্রিক গাড়িটি বাজারে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন