Solar Eclipse 2024: আজ সূর্যগ্রহণের সময় এই কাজ করলে নষ্ট হতে পারে স্মার্টফোন, সতর্ক করল NASA

আজ অর্থাৎ 8ই এপ্রিল বিশ্ববাসী 2024 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে। যদিও ভারতবাসী এই অত্যাশ্চর্য...
SUMAN 8 April 2024 2:08 PM IST

আজ অর্থাৎ 8ই এপ্রিল বিশ্ববাসী 2024 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে। যদিও ভারতবাসী এই অত্যাশ্চর্য মহাজাগতিক ঘটনাটি চাক্ষুস করার থেকে বঞ্চিত থাকবে। তবে উত্তর আমেরিকা এবং ইউরোপের একাধিক অঞ্চলের নিবাসী সূর্যগ্রহণ দেখতে পারবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বহু মানুষ এরূপ স্বর্গীয় দৃশ্য নিজ চোখে প্রতক্ষ করার পাশাপাশি ক্যামেরাবন্দি করার প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু সূর্যগ্রহণের প্রতিটি মুহূর্তের ছবি তুলতে গিয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনাদের পছন্দের ব্যয়বহুল স্মার্টফোনটি। এই কথা আমাদের নয়, বরং মার্কিন স্পেস এজেন্সী 'ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন' বা NASA সম্প্রতি একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। যেখানে বলা হয়েছে, সূর্যগ্রহণের সময় স্মার্টফোন ব্যবহার করে ছবি তুললে ক্যামেরা সেন্সর নষ্ট হয়ে যেতে পারে।

সূর্যগ্রহণের ছবি তুলতে গিয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে স্মার্টফোনের ক্যামেরা, সতর্ক করলো NASA

সম্প্রতি এক ব্যক্তি নাসা -কে ট্যাগ করে X প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে, সূর্যগ্রহণের গতিবিধি ক্যাপচার করার জন্য স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করা কতটা নিরাপদ জানতে চাওয়া হয়েছে। প্রত্যুত্তরে নাসা জানায় যে, "আমরা আমাদের @NASAHQPhoto টিমকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। এই প্রশ্নের উত্তর হল, মোবাইলের ক্যামেরা সহ যেকোনো ইমেজ সেন্সর যদি গ্রহণের সময়ে সরাসরি সূর্যের দিকে ফোকাস করে রাখা হয় তা ক্ষতিগ্রস্ত হবেই। বিশেষত যদি ফোনে কোনো ধরনের ম্যাগনিফাইং লেন্স সংযুক্ত থাকে তবে সেন্সর নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই এর জন্য সঠিক ফিল্টার ব্যবহার করতে হবে৷ এক্ষেত্রে সর্বোত্তম উপায় হল, ফোনের লেন্সের সামনে একজোড়া এক্লিপ্স চশমা ধরে রেখে সূর্যগ্রহণের ছবি বা ভিডিও তুলুন।" ফোনের ক্যামেরার পাশাপাশি চোখের সুরক্ষার জন্য একটি এক্লিপ্স চশমা পরার বা দূরবীনের মাধ্যমে গ্রহন উপভোগ করার পরামর্শও দিয়েছে নাসা।

প্রসঙ্গত, নাসা কর্তৃপক্ষ স্মার্টফোনের ক্যামেরা ক্ষতিগ্রস্থ না করে সূর্যগ্রহণের মুহূর্তগুলি ফ্রেমবন্দি করার কয়েকটি টিপস দিয়েছে। পাশাপাশি তারা সর্বোত্তম ছবি ক্যাপচার করার উপায়ও বলেছে। নীচে টিপসগুলি আলোচনা করা হল-

  1. সূর্যগ্রহণ দেখার জন্য অনেকেই উত্তেজিত। কিন্তু উত্তেজনার বশে নিরাপত্তার বিষয়টি ভুললে একদম চলবে না। তাই সূর্যগ্রহণের সময়ে নিজের চোখ এবং ক্যামেরা সুরক্ষিত রাখার জন্য সর্বদা বিশেষ সোলার ফিল্টার ব্যবহার করতে বলা হচ্ছে।
  2. সূর্যগ্রহনের দুর্দান্ত ছবি তুলতে দামী ক্যামেরার প্রয়োজন, এমন কোনো কথা নেই। ফটোগ্রাফারের দক্ষতার উপর পুরোটা নির্ভর করছে। এক্ষেত্রে গ্রহণ বেশ কিছুটা সময় ধরে চলবে, তাই অতক্ষণ হাতে ক্যামেরা ধরে বসে থাকা সম্ভব নয়। তাই ট্রাইপড ব্যবহার করা যেতে পারে। সাথে ডিলেড শাটার রিলিজ টাইমার ব্যবহার করা হলে আরো ভালো ফলাফল আসবে। এক্ষেত্রে ফোনে যদি টেলিফটো জুম লেন্স না থাকে তবে পরিবর্তে স্ট্যান্ডার্ড জুমিং ক্যাপাসিটি বজায় রেখে সামগ্রিক দৃশ্যটি ক্যাপচার করা যেতেই পারে।
  3. সূর্যগ্রহণের সময় আপনার শুধুমাত্র সূর্যের উপর ফোকাস করলে চলবে না। এই সময়ে সূর্যের আশেপাশে আলো-আঁধারির অদ্ভুত সুন্দর খেলা দেখা যায়। গ্রহণের পাশাপাশি এই সমগ্র বিষয়টি ক্যাপচার করতে বলা হচ্ছে। ক্যামেরাটি ল্যান্ডস্কেপে রেখে নানাবিধ ফিল্টার সামঞ্জস্য করার মাধ্যমে এই সময়ে দারুন ছবি তোলা সম্ভব।
  4. সরাসরি সূর্যগ্রহণের সময়ে ছবি বা ভিডিও তুলতে গেলে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এক-দু দিন আগে থেকেই দিনের আলোয় ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার অভ্যাস করতে বলেছে নাসা। গ্রহণ হওয়ার আগে এবং পরে তীব্র আলোর জন্য ছবি প্রভাবিত হতে পারে, তাই প্রথমেই এক্সপোজার সেটিংস সামঞ্জস্য করতে হবে।

Show Full Article
Next Story