Solar Eclipse 2025 Date and Timings

পরবর্তী সূর্যগ্রহণ কবে? ২০২৫ সালের সূর্যগ্রহণের তারিখ ও সময়

Solar Eclipse 2025 Date and Timings - ২০২৫ সালের সূর্যগ্রহণ তারিখ এবং সময়, ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ২৯ মার্চ। বিজ্ঞানীদের মতে, এটি হবে আংশিক সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণ ভারতীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬:১৩ মিনিটে।

Admin Techgup 5 Nov 2024 11:10 PM IST

Solar Eclipse 2025 Date and Timings: ২০২৪ সালে মোট দুটি সূর্যগ্রহণ হয়েছিল। যার প্রথমটি হয়েছিল এপ্রিল মাসে এবং দ্বিতীয়টি হয়েছিল অক্টোবরে। আর পরবর্তী সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০২৫ সালের মার্চ মাসে। নতুন বছরের তৃতীয় মাসে আবারও আকাশে দেখা যাবে সূর্যগ্রহণের বিস্ময়কর দৃশ্য।

সূর্যগ্রহণ কখন হয়?

জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে। এবং কিছু সময়ের জন্য সূর্যকে ঢেকে দেয়, তখন পৃথিবী থেকে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় না, এই ঘটনা কেই সূর্যগ্রহণ বলে।

২০২৫ সালের সূর্যগ্রহণ তারিখ এবং সময়

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ২৯ মার্চ। বিজ্ঞানীদের মতে, এটি হবে আংশিক সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণ ভারতীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬:১৩ মিনিটে।

পরবর্তী সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

২০২৪ সালের দুটি গ্রহণের মতো পরবর্তী সূর্যগ্রহণও ভারত থেকে দেখা যাবে না।

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে?

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আটলান্টিক ও আর্কটিক মহাসাগর অঞ্চলে দৃশ্যমান হবে।

আংশিক সূর্যগ্রহণ কি?

চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসার পরেও সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলতে সক্ষম হয় না, কেবলমাত্র সূর্যের একটি অংশকেই ঢেকে ফেলে, তখন তাকে আংশিক সূর্যগ্রহণ বলে।

Show Full Article
Next Story