Solar eclipse surya grahan 2024 date and time in india ring of fire timing when solar eclipse in 2024

Solar Eclipse Surya Grahan: বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের তারিখ ও সময়, ভারতে দেখা যাবে?

বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse) ঘটেছিল গত ৮ ই এপ্রিল। আর এর কিছুদিন যেতে না যেতেই এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ (Solar Eclipse) সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে পরবর্তী সূর্যগ্রহণে সূর্যকে একটি “Ring Of Fire”-এর মতন দেখাবে। অর্থাৎ এই সময় সূর্যকে দেখা যাবে একটি আগুনের আংটি বা বলয়ের মতো।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের তারিখ ও সময়

জ্যোতির্বিজ্ঞানে সূর্যগ্রহণকে (Solar Eclipse) একটি বিশেষ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। যা এই বছর ২রা অক্টোবর, বুধবার পুনরায় দেখতে পাবে পৃথিবীবাসী। আর এই সময় আকাশে “Ring Of Fire”-এর মতো একটি আশ্চর্যজনক দৃশ্য দেখা যাবে। অর্থাৎ এই সময় সূর্যকে আগুনের বলয় বলে মনে হবে সকলের। জানিয়ে রাখি এই গ্রহণ রাত ৯টা ১৩ মিনিটে শুরু হবে এবং চলবে ভোর ৩টে ১৭ মিনিট পর্যন্ত, অর্থাৎ সূর্যগ্রহণটি (Solar Eclipse) মোট ৬ ঘন্টা ৪ মিনিট স্থায়ী হবে।

কোথায় কোথায় দেখা যাবে এই সূর্যগ্রহণ?

বছরের দ্বিতীয় সূর্যগ্রহন (Solar Eclipse) দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, পেরু ও আর্জেন্টিনা, চিলি, ফিজি, মেক্সিকো, নিউজিল্যান্ড, ব্রাজিল এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু অংশে দৃশ্যমান হবে।

ভারতবাসীদের কি এই সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলবে?

ভারত থেকে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখতে পাবার সম্ভাবনা খুবই কম। তবে, প্রথমদিকে মুম্বই সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু অংশে এটি দৃশ্যমান হতে পারে। কিন্তু, তারপরে এটি দিগন্তের নিচে চলে যাবে, তাই ভারত থেকে আর দেখা যাবে না। প্রসঙ্গত, ৮ই এপ্রিলের সূর্যগ্রহণও ভারত থেকে দেখা যায়নি।