আগামীকাল সূর্যগ্রহণ, কখন? খালি চোখে না দেখে সাথে রাখুন এই সস্তা ডিভাইস

Solar Eclipse 2022: আজ দীপাবলি; আজকের দিনে একদিকে গোটা বাংলা জুড়ে চলবে শক্তির আরাধনা, আবার সারা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। এদিকে রাত পেরোলেই (মানে ২৫শে অক্টোবর) চলতি বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবে পৃথিবী। বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি ভারতের অনেক শহরেও এই গ্রহণ দৃশ্যমান হবে। এক্ষেত্রে কলকাতা, চেন্নাই, নয়াদিল্লি, ব্যাঙ্গালোর, উজ্জয়িনী, বারাণসী এবং মথুরায় আগামীকালের সূর্যগ্রহণ বা সোলার একলিপ্স দেখা যাবে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২টা ২৯ মিনিটে এবং তা সন্ধ্যা ৬টা ৩২ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ কাল গ্রহণ ৪ ঘণ্টার বেশি সময় ধরে স্থায়ী থাকবে। এমত পরিস্থিতিতে আপনি যদি এই মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করতে চান, তাহলে আকাশ মেঘলা না থাকলে আপনার সেই আশা সহজেই পূরণ হতে পারে। কিন্তু মনে রাখবেন, খালি চোখে সরাসরি সূর্যগ্রহণ দেখা উচিত নয়, এতে আপনার চোখ প্রভাবিত হতে পারে। 

বিশেষ চশমা ব্যবহার করে সাক্ষী থাকুন বছরের শেষ সূর্যগ্রহণের

আপনাদের নিশ্চয় মনে আছে যে, ছোটবেলায় বা কয়েক বছর আগেও আমরা নানাভাবে সূর্যগ্রহণ দেখতাম। এক্ষেত্রে কেউ ব্যবহার করতেন বাড়ির কোনো সদস্যের এক্স-রে ফিল্ম, আবার কেউ বেশি সাবধান থাকার জন্য একসাথে দুটি সানগ্লাস ব্যবহার করতেন। তবে এখন বাজারে সোলার একলিপ্স গগল (Solar Eclipse Goggle) জাতীয় অনেক প্রোডাক্ট পাওয়া যায়, যার সাহায্যে আপনি নির্বিঘ্নে সূর্যগ্রহণ দেখতে পারবেন এবং আপনার চোখও থাকবে সুরক্ষিত। এখন প্রশ্ন হচ্ছে সোলার একলিপ্স গগল কী এবং এর দামই বা কত?

এই প্রসঙ্গে বলি, সোলার একলিপ্স গগল হচ্ছে একধরণের বিশেষ চশমা যা শুধু গ্রহণ দেখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই গগল সহজেই সূর্যের আলোর রেডিয়েশন বা বিকিরণকে সুরক্ষিত মাত্রায় ফিল্টার করে এবং এতে চোখ সুরক্ষিত থাকে।

Solar Eclipse Goggle-এর দাম, উপলভ্যতা

ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ আপনি অনেক ধরনের এবং অনেক ব্র্যান্ডের Solar Eclipse Goggle দেখতে পাবেন। এর মধ্যে Steps ToDo ব্র্যান্ডের এই বিশেষ চশমার কম্বো প্যাকেজ কিনলে আপনার খরচ হবে মাত্র ২২০ টাকা। অন্যদিকে আপনি চাইলে ২৯৯ টাকায় Titan Eyeplus-এর Solar Eclipse Goggle-ও কিনতে পারবেন। তবে যে প্রোডাক্টই কিনুন না কেন, সেটি কেনার আগে রেটিং এবং রিভিউ অবশ্যই পরীক্ষা করে দেখবেন।