Solar Eclipse: এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে? ২০২৫ ও ২০২৬-এ গ্রহণ কবে জেনে নিন

Surya Grahan: প্রাকৃতিক তথা মহাজাগতিক ঘটনাবলীর মধ্যে অন্যতম আশ্চর্যজনক একটি ঘটনা হল সূর্যগ্রহণ। বিশ্বের প্রতিটি প্রান্তের প্রায় প্রত্যেকটি মানুষই জ্যোতির্বিদ্যার এই নজিরবিহীন দৃশ্য দেখতে আগ্রহী,…

Surya Grahan: প্রাকৃতিক তথা মহাজাগতিক ঘটনাবলীর মধ্যে অন্যতম আশ্চর্যজনক একটি ঘটনা হল সূর্যগ্রহণ। বিশ্বের প্রতিটি প্রান্তের প্রায় প্রত্যেকটি মানুষই জ্যোতির্বিদ্যার এই নজিরবিহীন দৃশ্য দেখতে আগ্রহী, কেননা সে সময় পৃথিবী আর সূর্যের মাঝখানে এসে যায় চাঁদ। কিন্তু এই বছরের প্রথম সূর্যগ্রহণ গত ৮ই এপ্রিল, ২০২৪ তারিখে সংঘটিত হলেও, তা ভারতে দেখা যায়নি। ফলত এদেশের অনেকেই আগামী সূর্যগ্রহণগুলি সম্পর্কে উদগ্রীব হয়ে আছেন। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা চলতি ২০২৪ সাল এবং আসন্ন ২০২৫, ২০২৬-এর সূর্যগ্রহণগুলির তারিখ শেয়ার করব – এরই সাথে আমরা আপনাকে জানাব যে কবে ভারতে পরবর্তী সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে কবে কবে সূর্যগ্রহণ হবে?

  • এপ্রিলের পর চলতি ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ সংঘটিত হবে আগামী ২রা অক্টোবর। এটি হবে বলয়গ্রাস প্রকৃতির এবং দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর আমেরিকার মতো কিছু জায়গায় এই গ্রহণ দৃশ্যমান হবে।
  • এরপর ২০২৫ সালের ২৯শে মার্চ সূর্যগ্রহণ হবে। এটি আগামী বছরের প্রথম সূর্যগ্রহণ যা আংশিক প্রকৃতির হবে এবং ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর থেকে দেখা যাবে।
  • ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১শে সেপ্টেম্বর তারিখে ঘটবে। এটিও আংশিক সূর্যগ্রহণ যা অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিক, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু এলাকায় দৃশ্যমান হবে।
  • ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হবে ১৭ই ফেব্রুয়ারি। এটি বলয়গ্রাস প্রকৃতির গ্রহণ হবে এবং আন্টার্কটিকার কিছু অংশ ছাড়াও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে দৃশ্যমান হবে।
  • ২০২৬ সালের দ্বিতীয় সূর্যগ্রহণটি সংঘটিত হবে ১২ই আগস্ট। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এবং গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, রাশিয়া ও পর্তুগালের কিছু অংশে দেখা যাবে। পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে এই সূর্যগ্রহণ আংশিক গ্রহণ হিসেবে দৃশ্যমান হবে।

ভারতে ফের কবে সূর্যগ্রহণ দেখা যাবে? বছরের দ্বিতীয় গ্রহণ কি এখানে দৃশ্যমান?

এক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে, আগামী ৮ই অক্টোবরের অর্থাৎ বছরের দ্বিতীয় গ্রহণ (যা ‘রিং অফ ফায়ার’-এর আশ্চর্যজনক দৃশ্য উদ্ভব করবে) ভারতে দৃশ্যমান হবেনা। তবে অনুমান করা হচ্ছে, মুম্বইসহ পশ্চিমের কিছু অঞ্চলে প্রাথমিকভাবে এই আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হতে পারে। এই গ্রহণ রাত ৯টা ১৩ মিনিটে শুরু হবে এবং চলবে ভোর ৩টা ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ এটি মোট ৬ ঘন্টা ৪ মিনিট স্থায়ী হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬শে ডিসেম্বর ভারতে শেষবার বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল যা ৩ মিনিট ৩৯ সেকেন্ড স্থায়ী হয়েছিল।