Royal Enfield-কে কড়া চ্যালেঞ্জ, এবার 650cc মোটরসাইকেল লঞ্চ করবে TVS, পাওয়ার কেমন

রেট্রো বাইকের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একটি উজ্জ্বল ধ্রুবতারা। যার সাবেকিয়ানার উপর নির্ভরশীল সাফল্য অনেক সংস্থারই ঈর্ষার কারণ। যার মধ্যে অন্যতম ভারতীয় টু-হুইলার নির্মাতা টিভিএস (TVS)। এর আগের Royal Enfield Hunter 350-কে চ্যালেঞ্জ ছুঁড়ে তারা Ronin বাইকটি বাজারে এনেছিল। এবারে তারা বড় ইঞ্জিন সেগমেন্ট অর্থাৎ ৬০০-৭৫০ সিসির মোটরসাইকেল তৈরির পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

TVS লঞ্চ করবে 650cc মোটরসাইকেল

টিভিএসের নতুন ইঞ্জিনে থাকবে টুইন সিলিন্ডার সেটআপ। সূত্রের দাবি, ৬৫০ সিসি মোটরসাইকেলটি প্রায় ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন করবে। মডেলটি টিভিএস তাদেহ অধীনস্থ ব্রিটিশ সুপারবাইক ব্র্যান্ড নর্টন মোটরসাইকেলস কোম্পানি (Norton Motorcycles Company)-র সাথে যৌথভাবে তৈরি করবে।

TVS 650cc বাইকের প্রতিপক্ষ

বলাই বাহুল্য টিভিএস-এর ৬৫০ সিসির বাইক বাজারে এলে, এগুলিই হবে সংস্থাটির লাইনআপে সবচেয়ে শক্তিশালী এবং দামি মডেল।যা Royal Enfield Interceptor 650 ও Continental GT 650-এর সাথে লড়াইয়ের ময়দানে নামবে। যদিও টিভিএস তাদের ৬৫০ সিসির মোটরসাইকেলের ফিচার বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে অফিশিয়ালি কিছু বলেনি।

TVS MotoSoul 2023-এ প্রদর্শিত TVS-এর চারটি কাস্টমাইজড বাইক

এদিকে গোয়াতে সদ্য শেষ হওয়া টিভিএস-এর বাইক প্রদর্শনী অনুষ্ঠান ‘TVS MotoSoul 2023’-তে তারা চারটি কাস্টমাইজড মোটরসাইকেল উন্মোচন করেছে। যার মধ্যে একটি হল জার্মানির জেভিবি মোটো (JvB Moto)-এর তৈরি TVS Ronin Agonda এবং আরেকটি হল ইন্দোনেশিয়ার স্মোক্ড গ্যারেজ (Smoked Garage)-এর নির্মিত TVS Ronin Musashi। অন্য দুটি হল রাজপুতানা কাস্টম্স (Rajputana Customs) ও টিভিএস-এর নিজের তৈরি। এদের নাম যথাক্রমে Wakizashi ও Ronin SCR।

TVS Ronin SCR-এর খুঁটিনাটি

TVS Ronin SCR-এর প্রসঙ্গে বললে, এটি হল একটি স্ক্র্যাম্বলার বাইক। যাতে রয়েছে উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বড় সাসপেনশন, স্পোক হুইল, যা রনিনের স্ট্যান্ডার্ড মডেলের থেকে এটিকে আলাদা করেছে। এছাড়া রয়েছে হাই মাউন্টেড এগজস্ট সিস্টেম। যা একটি স্ক্র্যাম্বলার মডেলে অতি সাধারণ।

Ronin SCR-এ দেওয়া হয়েছে একটি টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে – টুইক্ড এলইডি হেডল্যাম্প, উঁচু ফ্রন্ট বিক, নতুন বডি ওয়ার্ক এবং নতুন সিঙ্গেল সিট। বাইকটির লঞ্চ নিয়ে অবশ্য এখনও তেমন কোনো পরিকল্পনা নেই টিভিএসের।