পড়লেও ভাঙবেনা, জল লাগলেও নষ্ট হবে না, Ambrane Crest Pro স্মার্টওয়াচ রাগড ডিজাইন সহ লঞ্চ হল

Ambrane Crest Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা

ভারতে Ambrane সংস্থার স্মার্টওয়াচ রেঞ্জ দিনের পর দিন বাড়ছে। আজ তারা লঞ্চ করেছে নতুন রাগড ডিজাইনের একটি স্মার্টওয়াচ, যার নাম Ambrane Crest Pro। ব্লুটুথ কলিং যুক্ত এই ঘড়িটিতে থাকছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Ambrane Crest Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Ambrane Crest Pro-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Ambrane Crest Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, গ্রিন, ক্যামোফ্লেজ গ্রিন, ক্যামোফ্লেজ ব্রাউন এবং ক্যামোফ্লেজ ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Ambrane Crest Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

Ambrane Crest Pro স্মার্টওয়াচ গোলাকৃতির ডায়াল সহ এসেছে। এর ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন এবং নেভিগেশনের জন্য তিনটি ফিজিক্যাল বাটন। আর মেটাল কেসের এই ঘড়িটির ডিসপ্লের উপর থাকছে শক্তপোক্ত গ্লাসের আচ্ছাদন। আর রাগড ডিজাইন হওয়ার দরুন বাইরের যেকোনো অ্যাক্টিভিটির সময়ে এটি ব্যবহারযোগ্য। শুধু তাই নয়, স্মার্টওয়াচটিতে ব্যবহৃত হয়েছে ১.৫৬ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৬০x ৩৬০ পিক্সেল এবং এটি ৬০০ নিট উজ্জ্বলতা অফার করবে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার। সেই সঙ্গে এটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করতে পারবে। শুধু তাই নয়, এর সঙ্গে থাকছে ব্রিদিং ট্রেনার এবং সিডেনটারি রিমাইন্ডার। উপরন্তু ঘড়িটিতে মিলবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা।

তবে আলোচ্য ওয়্যারেবেলটির সবচেয়ে নজরকাড়া ফিচার হলো এর ব্লুটুথ কলিং ফিচার। এর জন্য ঘড়িটিতে বিল্ট-ইন মাইক, স্পিকার ও ডায়াল প্যাড উপলব্ধ। তদুপরি Ambrane Crest Pro স্মার্টওয়াচের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রিমোট ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, ফাইন্ড মাই ফোন ইত্যাদি। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।