সব ধরনের হাতেই মানাবে, বাজেটের মধ্যে হাজির Ambrane Wise Glaze স্মার্টওয়াচ

ভারতীয় স্মার্টওয়াচের বাজারে নিজেদের সম্প্রসারিত করার লক্ষ্যে Ambrane নিয়ে আসলো তাদের নতুন Ambrane Wise Glaze স্মার্টওয়াচ। আকর্ষণীয় ফিচারে ঠাসা নতুন এই ঘড়িটি ৩,০০০ টাকারও কম দামে এসেছে। তবুও বাজার চলতি অন্যান্য স্মার্টওয়াচগুলির সাথে পাল্লা দিতে প্রস্তুত ঘড়িটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Ambrane Wise Glaze স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Ambrane Wise Glaze স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে অ্যামব্রেন ওয়াইস গ্লেজ স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। ব্ল্যাক, গ্রে, গ্রীন, ব্লু – এই চারটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ঘড়িটি।

Ambrane Wise Glaze স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত অ্যামব্রেন ওয়াইস গ্লেজ স্মার্টওয়াচটি বর্গাকার ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৩৬৮x৪৪৮ পিক্সেল এবং এটি ১০০০ নিট সর্বোচ্চ ব্রাইটনেস অফার করবে। তাছাড়া ঘড়িটিতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে । শুধু তাই নয়, এর ডিসপ্লের ডান ধারে একটি ফিজিক্যাল বাটন উপস্থিত।

ফিটনেস ফিচার হিসেবে নতুন এই ওয়্যারেবলে রয়েছে হার্ট রেট মনিটর এবং SpO2 সেন্সর, স্লিপ ও স্ট্রেস ট্র্যাকার, মেন্সট্রুয়াল সাইকেল মনিটর। তাছাড়া ঘড়িটি ব্রিদিং ট্রেনিং, ওয়াটার ও সিডেন্টারি রিমাইন্ডার দেবে। তদুপরি ঘড়িটিতে ১০০টি স্পোর্টস মোড উপলব্ধ। এর মধ্যে থাকছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, যোগা, ক্যারাটে, ডান্সিং ইত্যাদি। তাছাড়া ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এসেছে। এর জন্য স্মার্টওয়াচটিতে বিল্ট-ইন মাইক এবং স্পিকার থাকছে।

এবার আসা যাক Ambrane Wise Glaze স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাত দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। ঘড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য নোটিফিকেশন, ভয়েস অ্যাসিস্ট্যান্স, ওয়েদার আপডেট, ফাইন্ড ফোন এবং বিল্ট – ইন গেম। সর্বপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।