সানন্দে Ford-এর কারখানা কিনে নিচ্ছে Tata, তৈরি করবে ইলেকট্রিক গাড়ি, নেওয়া হবে পুরনো যোগ্য কর্মীদের

গুজরাতের সানন্দে মার্কিন বহুজাতিক গাড়ি সংস্থা ফোর্ড (Ford)-এর কারখানা কিনতে প্রস্তুত টাটা মোটরস (Tata Motors)। সোমবার অধিগ্রহণের জন্য ফোর্ড, গুজরাত সরকার, এবং টাটার শাখা টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (টিপিইএমএল)-র মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষর হয়েছে। আর্থিক চুক্তি হতে পার আগামী কয়েক সপ্তাহের মধ্যে।

উল্লেখ্য, টিপিইএমএল হল টাটার ইলেকট্রিক মোবিলিটি সাবসিডিয়ারি। অর্থাৎ সানন্দে ফোর্ডের ওই কারখানায় আগে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি তৈরি হলেও, তা টাটার হাতে যাওয়ার পর সেখানে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন হবে। আর্থিক চুক্তি সম্পূর্ণ হওয়ার পর ফোর্ডের উৎপাদন কেন্দ্রের লোকবল, যন্ত্রাংশ, জমি, অফিস সবই টাটার হাতে হস্তান্তর করা হবে।

অধিগ্রহণ সম্পূর্ণ হবে চলতি বছর শেষ হওয়ার আগেই। তবে সানন্দে ফোর্ড তাদের ৪৬০ একর জমির মধ্যে ১১৫ একরে ইঞ্জিন উৎপাদনের কাজ জারি রাখবে। গাড়ি তৈরি বন্ধ হলেও এখনও রফতানির জন্য ইঞ্জিন নির্মাণ করে ফোর্ড। বিক্রি করার পর টাটার কাছ থেকে ওই জমি লিজে নেবে ফোর্ড।

টাটা জানিয়েছে, ফোর্ডের কাজ হারানো দক্ষ কর্মীদের পুনরায় নিয়োগ করবে তারা। ইলেকট্রিক গাড়ি তৈরির উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম কেনা হবে। বর্তমানে সানন্দের কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা তিন লক্ষ ইউনিট। বছরে সেটা চার লক্ষ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে টাটা। প্রসঙ্গত, গুজরাতের সানন্দে টাটার আরও একটি কারখানা রয়েছে৷ যার অবস্থান ফোর্ডের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কাছেই। ফলে গাড়ির উৎপাদন ও বিতরণ আরও সুবিধাজনক হয়ে উঠবে টাটার কাছে।