১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy A73 5G আজ প্রথমবার কেনার সুযোগ, দাম দেখে নিন

Samsung Galaxy A73 5G এই মাসের শুরুতে Samsung Galaxy A33 5G ফোনের সাথে ভারতে লঞ্চ হয়েছিল। এরপর ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়। তবে আজ থেকে এই নয়া Galaxy A সিরিজের ফোনটি ওপেন সেলে বিক্রি হবে। আজ্ঞে হ্যাঁ! সন্ধ্যা ৬টা থেকে ফোনটি Samsung.com সহ বিভিন্ন রিটেল স্টোর থেকে পাওয়া যাবে। ফিচারের কথা বললে Samsung Galaxy A73 5G ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy A73 5G এর দাম ও সেল অফার

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের দাম শুরু হয়েছে ৪১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে – অওসম গ্রে, অওসম মিন্ট ও অওসম হোয়াইট।

স্যামসাংয়ের তরফে এখনও কোনো লঞ্চ অফারের কথা ঘোষণা করা হয়নি। তবে প্রি-অর্ডারের সময় Samsung Finance+, ICICI Bank ও SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারী Samsung Galaxy A73 5G এর সাথে ৩,০০০ টাকা ডিসকাউন্ট পেয়েছিলেন। আশা করা যায় সেলেও এই অফার প্রযোজ্য হবে।

Samsung Galaxy A73 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার ইনফিনিটি ও অ্যামোলেড প্লাস ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আবার স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ৫জি ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। যেখানে OIS সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত।

Samsung Galaxy A73 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ানইউআই ৪.১ কাস্টম ওএস চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও, ফোনটির রিটেল বক্সে চার্জার অন্তর্ভুক্ত থাকছে না।